সাইতুয়াল জেলা | |
---|---|
মিজোরামের জেলা | |
রাষ্ট্র | ![]() |
রাজ্য | মিজোরাম |
সদর | সাইতুয়াল |
সরকার | |
• লোকসভা নির্বাচন কেন্দ্র | মিজোরাম |
জনতত্ত্ব | |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+০৫:৩০) |
ওয়েবসাইট | saitual |
সাইতুয়াল জেলা উত্তর পূর্ব ভারতে অবস্থিত মিজোরাম রাজ্যের ১১ টি জেলার একটি জেলা। এই জেলাটি ২০১৯ খ্রিস্টাব্দের ৩রা জুন তারিখে চাম্ফাই জেলার উত্তর-পশ্চিম দিকের অংশ থেকে গঠিত। [১] জেলাটির জেলাসদর সাইতুয়ালে অবস্থিত।
১৯৭৪ খ্রিস্টাব্দ থেকেই সাইতুয়াল একটি আলাদা জেলা গঠন করার দাবি ওঠে। [২]. ১৯৯৩ খ্রিস্টাব্দে এর স্বপক্ষে নাগরিক সংগঠন গঠিত হয়। দ্য সাইতুয়াল ডিস্ট্রিক্ট ইমপ্ল্যান্টিং ডিমান্ড কমিটি নামে একটি বেসামরিক প্রতিষ্ঠান [৩] সাইতুয়ালে পূর্ণাঙ্গ জেলা গঠনের জন্য বদ্ধপরিকর হয়ে ওঠে এবং একাধিক পদক্ষেপ গ্রহণ করে। [৪] ২০০৮ খ্রিস্টাব্দের ১২ ই সেপ্টেম্বর জেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হলেও বিভিন্ন কারণে তা স্থগিত রাখা হয়।[৫] পরে ২০১৯ খ্রিস্টাব্দে সাইতুয়াল নতুন জেলা ঘোষণা করা হয়।
জেলাটির পশ্চিম দিকে রয়েছে আইজল জেলা, দক্ষিণ দিকে রয়েছে সেরছিপ জেলা, দক্ষিণ-পূর্ব দিকে রয়েছে খজল জেলা, পূর্ব দিকে রয়েছে চাম্ফাই জেলা এবং উত্তর দিকে রয়েছে মণিপুর রাজ্যের ফেরজল জেলা৷ এছাড়া জেলাটির উত্তর-পূর্ব দিকে রয়েছে ভারত-মিয়ানমার আন্তর্জাতিক সীমান্ত৷
সাইতুয়াল থেকে রাজধানী আইজল অবধি সড়ক দূরত্ব প্রায় ৭৭ কিলোমিটার। সড়ক পথে প্রাত্যহিক বাস, মেক্সিগাড়ি এবং অন্যান্য যাত্রীবাহী যান দ্বারা রাজধানী শহরের সাথে যুক্ত। [৬]
জেলাটিতে তিনটি বিধানসভা কেন্দ্র রয়েছে, এগুলি হল যথাক্রমে: চালফিল, টাউয়ি এবং লেংতেং৷ জেলাটিতে মোট ৩৭ টি জনবসতিপূর্ণ শহর ও গ্রাম রয়েছে। জেলাটিতে রয়েছে মোট ১০,২১৯ টি পরিবার এবং ৫০,৫৭৫ জন বাসিন্দা। জেলাটিতে মোট সংখ্যা ২৫,৬০৭ জন এবং নারী সংখ্যা ২৪,৯৬৭ জন। জেলাসদর সাইতুয়ালে রয়েছে মোট ২৪৫৭ টি পরিবার এবং শহরটির জনসংখ্যা ১১,৬১৯ জন৷ [৭]