সাইদ আল-আন্দালুসি

সাইদ আল-আন্দালুসি (صاعِدُالأندلسي)
সাইদ আল-আন্দালুসি
জন্ম১০২৯
আলমেরিয়া, আল-আন্দালুস
মৃত্যু১০৭০
টলেডো, আল-আন্দালুস
অন্যান্য নামআবু আল-কাসিম সাঈদ

ইবনে আবু আল-ওয়ালিদ আহমাদ ইবনে আবদ আল-রহমান ইবনে মুহাম্মাদ ইবনে সাঈদ ইবনে উসমান আল-তাগলিবি আল-কুরতুবি

(صاعِدُ بنُ أحمدَ بن عبد الرحمن بن محمد بن صاعدٍ التَّغْلِبيُّ)
উচ্চশিক্ষায়তনিক পটভূমি
যার দ্বারা প্রভাবিতআবু মুহাম্মাদ ইবনে হাযম (أبي محمد بن حَزْم)
উচ্চশিক্ষায়তনিক কর্ম
যুগবনু ধীব-ন-নুন রাজবংশ, উমাইয়া খিলাফত
প্রধান আগ্রহজ্যোতির্বিদ্যা, বিজ্ঞান, দর্শন, সর্বজনীন ইতিহাস
উল্লেখযোগ্য কাজতাবাকাত আল-উমাম
যাদের প্রভাবিত করেনআল-কিফতি

সাইদ আল-আন্দালুসি (আরবি: صاعِدُ الأندلسي) মুসলিম স্পেনের টলেডোর একজন আরব কাজী। তিনি বিজ্ঞান, দর্শন এবং ইতিহাসের উপর গুরুত্বপূর্ণ গ্রন্থ লিখেছেন। তিনি জ্যোতির্বিদ্যায় বিশেষ অবদান রাখার পাশাপাশি গণিতশাস্ত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি বিখ্যাত বিজ্ঞানীদের নিয়ে গুরুত্বপূর্ণ জীবনীগ্রন্থ রচনা করেন।[]

জীবনী

[সম্পাদনা]

সাঈদ আল-আন্দালুসি আল-আন্দালুসের আলমেরিয়ায় বানু ধীব-ন-নুন রাজবংশের সময় জন্মগ্রহণ করেন এবং টলেডোতে মারা যান। তিনি আরব বংশোদ্ভূত তাঘলিব গোত্রে জন্মগ্রহণ করের। তার পরিবার গৃহযুদ্ধের সময় আলমেরিয়ায় আশ্রয় নিতে কর্ডোভা থেকে পালিয়ে যায়। তার দাদা সিডোনিয়ার কাজী একজন বিচারক ছিলেন এবং তার পিতা ১০৫৭ সালে মৃত্যুর আগ পর্যন্ত টলেডোর কাজী ছিলেন। পরবর্তীতে সাঈদ তার পদে স্থলাভিষিক্ত হন।

জীবনীকার ইবনে বাশকুয়াল, ইবনে উমাইরা আল-ধাব্বি, আল-সাফাদি এবং আহমেদ মোহাম্মদ আল-মাক্কারিএর মতে টলেডোতে সাঈদের শিক্ষকরা ছিলেন আবু মুহাম্মাদ ইবনে হাযম (أبو محمد بن حَزْم), আল-ফাতাহ ইবনে আল-ক্বত (আল-ফাতাহ) এবং আবু ওয়ালিদ আল-ওয়াকশি (أبو الوليد الوَقّشِي)। তিনি ফিকাহে (আইনশাস্ত্র) শিক্ষা লাভ করেছিলেন এবং ১০৪৬ সালে টলেডো থেকে আঠারো বছর বয়সে এই বিষয়ে স্নাতক পাশ করে। টলেডো তৎকালীন সময়ে শিক্ষার একটি বড় কেন্দ্র ছিল। সাঈদ ফিকাহ (আইন), তাফসির (কুরআনের ব্যাখ্যা), আরবি ভাষা এবং আল-আদাব আল-আরাবি (আরবি সাহিত্য) বিষয়ে অধ্যয়ন করতেন। তার শিক্ষক আবু ইসহাক ইব্রাহিম ইবনে ইদ্রিস আল-তাজিবি তাকে গণিত এবং জ্যোতির্বিদ্যা পড়াতেন। এই বিষয়গুলোতে তিনি খুবই পারদর্শী ছিলেন। গভর্নর ইয়াহিয়া সাঈদকে টলেডোর কাজী হিসাবে নিযুক্ত করে।[]

  • ইসলাহ হারাকাত আন-নাজুন (اصلاح حركات النجوم) পূর্বের জ্যোতির্বিদ্যা সংক্রান্ত সংশোধিত সারণীগুলোর উপর রচিত।
  • জাওয়ামি'আখবার আল-উমাম মিন আল-আরব ওয়াল আজম (جوامع أخبار الأمم من العرب والعجم; 'জাতির সর্বজনীন ইতিহাস – আরব এবং অনারব')
  • 'বাকাত আল-'উমাম' (طبقات الأمم), বিজ্ঞান এবং জাতির একটি শ্রেণিবিভাগ (একমাত্র বিদ্যমান কাজ), যা তার মৃত্যুর দুই বছর আগে, ১০৬৮ সালে লেখা।
  • গ্রহের গতির সংশোধন এবং পর্যবেক্ষকদের ত্রুটির প্রকাশ; একটি জ্যোতির্বিদ্যা সংক্রান্ত গ্রন্থ।
  • মাকালাত আহল-মিলাল ওয়াল-নিহাল (مقالات أهل الملل والنحل; 'সম্প্রদায় ও বিদ্যালয়ের অনুসারীদের মতবাদ')[]
  • কিতাব আল-কাসি (كتاب القاصى), 'বুক অফ মাইনর'

তাবাকাত আল-উমাম (জাতির বিভাগ)

[সম্পাদনা]

১০৬৮ সালে রচিত তাবাকাত আল-উমাম (তাবাকাত) হলো একটি বিজ্ঞানের ইতিহাস বিষয়ক গ্রন্থ[] যা আটটি জাতির বিজ্ঞানীদের জীবনী এবং বৈজ্ঞানিক সাফল্য নিয়ে রচিত। জাতিগুলোর ক্ষেত্রে ভারতীয়, পারস্য, ক্যাল্ডিয়ান, মিশরীয়, গ্রীক, বাইজেন্টাইন, আরব এবং ইহুদি উল্লেখযোগ্য। সাঈদ এই বইটিতে প্রতিটি জাতির পাটিগণিত, জ্যোতির্বিদ্যা ও চিকিৎসা ইত্যাদির বিভিন্ন শাখার এবং পিথাগোরাস, সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটল সহ অনেক প্রাচীনতম বিজ্ঞানী ও দার্শনিকদের বিজ্ঞানচর্চা ও সাফল্যে বিবরণ দিয়েছে। বইটির দ্বিতীয়ার্ধে রয়েছে যুক্তিবিদ্যা, দর্শন, জ্যামিতি, টলেমাইক জ্যোতির্বিদ্যার বিকাশ, পর্যবেক্ষণ পদ্ধতি, বছরের দৈর্ঘ্য নির্ধারণের জন্য ত্রিকোণমিতি, গণিতের গণনা, সূর্যের কক্ষপথের উন্মত্ততা, এবং জ্যোতির্বিদ্যা সারণী নির্মাণ ইত্যাদি বর্ণনা করা হয়েছে।[]

"তাবাকাত আল-উমাম" বিভিন্ন ভাষায় প্রতিলিপি ও অনুবাদ করা হয়েছে। বইটির মূল নথিটি এখন আর বিদ্যমান নেই। বইটির শব্দ, বাক্য, অনুচ্ছেদ বা সম্পূর্ণ বিভাগ বাদ দিয়ে সংস্করণের বিষয়বস্তুতে বর্তমানে অসঙ্গতি লক্ষ্য করা যায়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Selin, Helaine (২০০৮)। Encyclopaedia of the History of Science, Technology, and Medicine in Non-Western Cultures (ইংরেজি ভাষায়)। Springer Science & Business Media। আইএসবিএন 978-1-4020-4559-2 
  2. De Weever, Jacqueline (১৯৮৮)। Chaucer name dictionary : a guide to astrological, Biblical, historical, literary, and mythological names in the works of Geoffrey Chaucer। New York: Garland। আইএসবিএন 978-0-8153-2302-0ওসিএলসি 26673949 
  3. Richter‐Bernburg, Lutz (2007). "Ṣāʿid al‐Andalusī: Abū al‐Qāsim Ṣāʿid ibn abī al‐Walīd Aḥmad ibn ʿAbd al‐Raḥmān ibn Muḥammad ibn Ṣāʿid al‐Taghlibī al‐Qurṭubī". In Thomas Hockey; et al. The Biographical Encyclopedia of Astronomers. New York: Springer. pp. 1005–6.
  4. Andalusī, Ṣāʻid ibn Aḥmad (১৯৯১)। Science in the medieval world : book of the Categories of nations। Salem, Semaʻan I., 1927-, Kumar, Alok, 1954- (1st সংস্করণ)। Austin: University of Texas Press। আইএসবিএন 0-292-70469-0ওসিএলসি 23385017 
  5. Scott, Bruce L. (১৯৯৭)। "Review of Science and the Medieval World: "Book of the Categories of Nations" by"Journal of Near Eastern Studies56 (3): 218–220। জেস্টোর 545654ডিওআই:10.1086/468562 

বহিঃসংযোগ

[সম্পাদনা]