সা'ঈদ ইবনুল মুসায়্যিব (৬৪২-৭১৫ খ্রিষ্টাব্দ سعید بن المسیب) ছিলেন মদিনার ফিকহ বা আইনশাস্ত্রের অন্যতম শ্রেষ্ঠ বিদ্বান তাবিঈ (সাহাবাদের পরবর্তী প্রজন্ম)।
সা'ঈদ ৬৪২ সালে উমারের খিলাফাতকালে জন্ম গ্রহণ করেন। তাই সাঈদের সুযোগ হয়েছিল বহু সাহাবীকে দেখার এবং তাদের সান্নিধ্য লাভের।[১] তার পিতা মুসায়্যিব এবং পিতামহ হাযন উভয়েই সাহাবী ছিলেন। সাঈদ তার আল্লাহভক্তি এবং জ্ঞানের কারণে সম্মানিত ও শ্রদ্ধেয় ছিলেন। মদিনার প্রখ্যাত সাত ফুকাহার অন্যতম ছিলেন।[২] তিনি তার জ্ঞানের কারণে সাহাবিদের কাছেও সম্মানিত ছিলেন। ইসলামী শাস্ত্রের অন্যতম শ্রেষ্ঠ বিদ্বান সাহাবী আব্দুল্লাহ ইবনে উমার তার সম্পর্কে বলেন, "যদি রসূলুল্লাহ এই যুবককে দেখতেন তবে তার প্রতি সন্তুষ্ট হয়ে যেতেন"।[৩]
সাঈদ ইবনুল মসায়্যিব বিয়ে করেন বিখ্যাত হাদিস বিশারদ সাহাবী আবু হুরাইরাহ এর কন্যাকে। ফলে তিনি আবু হুরাইরাহ এর আরও কাছাকাছি যাওয়ার সুযোগ পান এবং স্ত্রীর পিতার শিক্ষাগুলো হাসিল করেন।[৪] সাঈদ দুই কন্যার পিতা ছিলেন।[৫]
সাঈদ বিখ্যাত সব বিদ্বান সাহাবীর কাছ থেকে শিক্ষা লাভ করেন। তার শিক্ষকের তালিকা অনেক দীর্ঘ।[৬]
উমার বিন আব্দুল আজিজ খলিফা হওয়ার আগে গভর্নর থাকাকালীন সাঈদের সাথে পরামর্শ ব্যতীত সিদ্ধান্ত নিতেন না।[৭]