ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | সাইদ এজতুলাহি আফাক | ||
জন্ম | ১ অক্টোবর ১৯৯৬ | ||
জন্ম স্থান | বন্দর-এ-আনজলি, ইরান | ||
উচ্চতা | ১.৯০ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ভাইলে | ||
জার্সি নম্বর | ৬০ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০:৩৭, ২৫ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
সাইদ এজতুলাহি আফাক (ফার্সি: سعید عزتاللهی آفاق; জন্ম: ১ অক্টোবর ১৯৯৬; সাইদ এজতুলাহি নামে সুপরিচিত) হলেন একজন ইরানি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ডেনীয় ক্লাব ভাইলে এবং ইরান জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১১ সালে, সাইদ ইরান অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ইরানের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় তিন বছর যাবত ইরানের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৫ সালে ইরানের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইরানের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪৮ ম্যাচে ১টি গোল করেছেন।
সাইদ এজতুলাহি আফাক ১৯৯৬ সালের ১লা অক্টোবর তারিখে ইরানের বন্দর-এ-আনজলিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
সাইদ কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য ২০২২ সালের ১৩ই নভেম্বর তারিখে ঘোষিত ইরানের ২৫ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছেন।[১][২]
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
ইরান | ২০১৫ | ৪ | ১ |
২০১৬ | ১০ | ০ | |
২০১৭ | ৯ | ০ | |
২০১৮ | ৫ | ০ | |
২০১৯ | ২ | ০ | |
২০২০ | ১ | ০ | |
২০২১ | ১০ | ০ | |
২০২২ | ৭ | ০ | |
সর্বমোট | ৪৮ | ১ |
ইরানি ফুটবল সম্পর্কিত জীবনী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |