| |||||||
প্রতিষ্ঠাকাল | ২০১৬ | ||||||
---|---|---|---|---|---|---|---|
কার্যক্রম শুরু | ১ই জুন ২০১৭ | ||||||
এওসি # | সিওয়াই-০১২ | ||||||
পরিচালন ঘাঁটি | লার্নাকা আন্তর্জাতিক বিমানবন্দরে | ||||||
বিমানবহরের আকার | ২ | ||||||
গন্তব্য | ২২[১] | ||||||
প্রধান কোম্পানি | এস৭ এয়ারলাইনস (৪০%) | ||||||
প্রধান কার্যালয় | লার্নাকা, সাইপ্রাস | ||||||
ওয়েবসাইট | cyprusairways.com |
সাইপ্রাস এয়ারওয়েজ সাইপ্রাসের একটি বিমান সংস্থা। এটি চার্লি এয়ারলাইনস নামেও পরিচিত। সাইপ্রাস এয়ারওয়েজের সদর দফতর লারনাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত।
২০১৬ সালে এস৭ এয়ারলাইনস চার্লি এয়ারলাইনস নামে একটি সাইপ্রাসীয় বিমান সংস্থা চালু করার পরিকল্পনা ঘোষণা করে। ২০১৬ সালে চালু হওয়ার দশ বছরের মাথায় সাইপ্রাস এয়ারওয়েজ দেওলিয়া হয়ে যায়। একই বছর, জুলাই মাসে সাইপ্রাস এয়ারওয়েজ দেউলিয়ার হয়ে যাওয়ায় এস৭ এয়ারলাইনস এর ট্রেডমার্ক স্বত্ত্ব কিনে নেয়।[২] এস৭ এয়ারলাইনস সাইপ্রাস এয়ারলাইনসকে কিনে নেওয়ায় এর বিস্তৃতি ইউরোপে ছড়িয়ে পড়ে।[৩][৪] ৪ই মার্চ ২০১৭ সালে এয়ারলাইনটি লার্নাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেরাকিলন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি পরীক্ষামূলক বিমান উড্ডয়ন করায়। এই উড্ডয়নে অংশ নিয়েছিল এয়ারবাস এ৩১৯-১০০। পরীক্ষামূলক উড্ডয়নে সফল হওয়ায় এটি বাণিজ্যিকভাবে বিমান পরিবহন পরিচালনা করার জন্য অনুমতি পায়।[৫] ১৪ই মার্চ, ২০১৭ সালে সাইপ্রাস বেসরকারী বিমান চলাচল সংস্থা সাইপ্রাস এয়ারওয়েজকে বাণিজ্যিক পরিষেবা শুরু করার অনুমতি স্বরূপ একটি শংসাপত্র প্রদান করে।[৬]
সাইপ্রাস এয়ারওয়েজের প্রতীকে একটি জলপাই শাখা আছে যা সাইপ্রাসের জাতীয় প্রতীক।
সাইপ্রাস এয়ারলাইনস নিম্নলিখিত গন্তব্যগুলোতে নিয়মিত যাত্রী পরিষেবা দান করে:[৭][৮][৯]
দেশ | শহর | বিমানবন্দর | নোট | সূত্র |
---|---|---|---|---|
সাইপ্রাস | লারনাকা | লারনাকা আন্তর্জাতিক বিমানবন্দর | হাব | [১০] |
পাপহোস | পাপহোস আন্তর্জাতিক বিমানবন্দর | চালু হবে ২১ ডিসেম্বর ২০১৯ | [১১] | |
চেক প্রজাতন্ত্র | প্রাগ | ভাকলাভ হাবেল বিমানবন্দর, প্রাগ | [১২][১৩] | |
মিশর | কায়রো | কায়রো আন্তর্জাতিক বিমানবন্দর | চালু হবে ২ এপ্রিল ২০২০ | [১৪] |
জার্মানি | মিউনিখ | মিউনিখ বিমানবন্দর | পর্যবসিত | [১২] |
স্টুটগার্ট | স্টুটগার্ট বিমানবন্দর | পর্যবসিত | ||
গ্রিস | অ্যাথেন্স | এথেন্স আন্তর্জাতিক বিমানবন্দর | [১৫][১৬] | |
চানিয়া | চানিয়া আন্তর্জাতিক বিমানবন্দর | পর্যবসিত | [১৭] | |
করফু | করফু আন্তর্জাতিক বিমানবন্দর | চালু হবে ৬ই জুন ২০২০ | ||
হেরাক্লিওন | হেরাক্লিওন আন্তর্জাতিক বিমানবন্দর | [১৮] | ||
রোহদেস | রোহদেস আন্তর্জাতিক বিমানবন্দর | মৌসুমি | ||
সান্তরিনি | সান্তরিনি (থিরা) আন্তর্জাতিক বিমানবন্দর | মৌসুমি | ||
সিকাথস | সিকাথস আন্তর্জাতিক বিমানবন্দর | মৌসুমি | ||
থেসালোনিকি | থেসালোনিকি বিমানবন্দর | |||
ইসরায়েল | তেল আবিব | বেন গুরিয়ন বিমানবন্দর | ||
ইতালি | ভেরোনা | ভেরোনা ভিলাফ্রান্সা বিমানবন্দর | মৌসুমি | |
লেবানন | বৈরুত | বৈরুত-রাফিক হারারি আন্তর্জাতিক বিমানবন্দর | ||
রাশিয়া | সেন্ট পিটার্সবার্গ | পুলকোভো বিমানবন্দর | পর্যবসিত | |
স্লোভাকিয়া | ব্রাতিস্লাভা | ব্রাতিস্লাভা বিমানবন্দর | মৌসুমি | [১৯] |
কোসিস | কোসিস আন্তর্জাতিক বিমানবন্দর | মৌসুমি | ||
সুইজারল্যান্ড | জেনেভা | জেনেভা বিমানবন্দর | চালু হবে ২৯ মে ২০২০ | |
জুরিখ | জুরিখ বিমানবন্দর | মৌসুমি |
চার্লি এয়ারলাইনস নিম্নলিখিত বিমান সংস্থাগুলির সাথে কোড আদানপ্রদান করে-
২০১৯ সালের আগস্ট মাস পর্যন্ত সাইপ্রাস এয়ারওয়েজের বহরটি নিম্নলিখিত বিমানগুলি নিয়ে গঠিত:[২৩][২৪][২৫]
বিমান | চালু | অধ্যাদেশ | যাত্রী পরিসংখ্যান | নোট |
---|---|---|---|---|
এ ৩৯-১০০ | ২ | — | ১৪৪ | |
মোট | ২ | — |