সিলসিলা-ই-সাইফিয়া উর্দু سیفیہ আরবি السیفیہ পাকিস্তানেরএকটি মুসলিম সুফী ভিত্তিক তরীকা। এটি নিম্নলিখিত যুক্তরাজ্য, ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ফিজি, আফগানিস্তান, ভারত, বাংলাদেশ, নরওয়ে ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এদের অনুসারী রয়েছে। তরীকাটি নকশবন্দিয়ায়াহ আহমেদ সিরহিন্দির বংশের সাথে যুক্ত, এবং তরীকার পিতামহী আখন্দজাদা সাইফ-উর-রহমান মোবারক । [১]