সাইমন রবার্ট মরিস বেইনস (জন্ম ২১ এপ্রিল ১৯৬০) একজন ব্রিটিশ রক্ষণশীল রাজনীতিবিদ যিনি জুলাই থেকে সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত বিচার ও অবৈধ অভিবাসন মোকাবেলা করার জন্য রাষ্ট্রের সংসদীয় আন্ডার-সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।[১][২] তিনি ২০১৯ সালের সাধারণ নির্বাচনে ক্লউইড সাউথের সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন।[৩][৪] শ্রেউসবারিতে একটি ছোট বইয়ের দোকান চালানোর আগে বেইনস ১৯৮২ থেকে ২০০৬ পর্যন্ত জেপি মরগান ক্যাজেনোভের জন্য অর্থায়নে কাজ করেছিলেন।[৫][৬]
বেইনস ১৯৯২ সালে তার স্ত্রী মার্গারেটকে (ম্যাগি নামে পরিচিত), একজন স্থপতিকে বিয়ে করেন।[৪] তাদের দুই মেয়ে আছে।[৭][৮]
<ref>
ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে ":2" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে