সাইলেনটো | |
---|---|
প্রাথমিক তথ্য | |
জন্মনাম | রিকি লামার হ্যাউক |
জন্ম | আটলান্টা, জর্জিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | ২২ জানুয়ারি ১৯৯৮
ধরন | |
পেশা |
|
কার্যকাল | ২০১৪–বর্তমান |
লেবেল | কেপিটল |
রিকি লামার হ্যাউক[১] (জন্ম জানুয়ারি ২২, ১৯৯৮),[১] তার মঞ্চ নাম সাইলেনটো দ্বারা অধিক পরিচিত, একজন মার্কিন র্যাপার, রেকর্ড প্রযোজক এবং অভিনেতা হিসেবেও সমাদৃত।[২] তিনি সবার কাছে তার আত্বপ্রকাশকারী একক "ওয়াচ মি(হুইপ/নেয় নেয়)"এর জন্য পরিচিত, যা বিলবোর্ড হট ১০০ তলিকায় সেরা ৩ নম্বরে উঠে আসে।
সাইলেনটোর আত্মপ্রকাশকারী একক "ওয়াচ মি (হুইপ/নেয় নেয়)", বোলো ডা প্রযোজকদের দ্বারা তৈরী করা হয়েছিল, যা ২০১৫ সালের ২৫শে জানুয়ারী তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।[৩] এক সপ্তাহের মধ্যেই এটি ২.৫ মিলিয়ন বার দেখা হয়। ২০১৫ সালের এপ্রিলে সাইলেনটো কেপিটল রেকর্ডস এর সাথে চুক্তিবদ্ধ হয়, তারা তার গানটিকে একক আকারে একটি আনুষঙ্গিক গানের ভিডিও প্রকাশ করে। যা আমেরিকান বিলবোর্ড হট ১০০ এর তালিকায় সেরা ৩ নম্বরে উঠে আসে। ২০১৫ সালের জুনে, সাইলেনটো বেট এওয়ার্ড এ প্রদর্শন করে, তার সাথে ব্লাক-ইশ নামক নাটকের পর্বেও তা প্রদর্শন করে।[৪] তিনি তার এই হিট এককটি টাইম স্কয়ারে ২০১৬ সালের ৩১ ডিসেম্বরে ডিক ক্লার্কস নিউ ইয়ারস রকিং ইভউইথ রায়ান সিক্রষ্ট ২০১৭-এ প্রদর্শন করেন।[৫]
টাইটেল | বছর | পিক চার্টে অবস্থান | সাক্ষ্যদান সমূহ | অ্যালবাম | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
আমেরিকান [৬] |
অস্ট্রেলিয়া [৭] |
কানাডা [৮] |
ডেনমার্ক [৯] |
ফ্রান্স [১০] |
জার্মানি [১১] |
নিউজিল্যান্ড [১২] |
সুইডেন [১৩] |
সুইজারল্যান্ড [১৪] |
ব্রিটেন [১৫] | ||||
"ওয়াচ মি(হুইপ/নেয় নেয়)" | ২০১৫ | ৩ | ৯ | ১৫ | ১৬ | ১৯ | ৫০ | ১১ | ৫২ | ৪১ | ১৯ | যোগ করা হবে | |
"গেট এম"[২১] | ২০১৬ | — | — | — | — | — | — | — | — | — | — |
শিরোনাম | বছর | তালিকায় অবস্থান | সার্টিফিকেশন্স | অ্যালবাম | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
যুক্তরাষ্ট্র | ইউএস ডান্স [২২] |
অস্ট্রেলিয়া [৭] |
নিউজিল্যান্ড [১২] |
ডেনমার্ক [২৩] |
নরওয়ে [২৪] |
সুইডেন [১৩] | ||||
"লাইটনিং ইন এ বোটল"[২৫] (সানি ফিচারিং সাইলেনটো) |
২০১৫ | — | — | — | — | — | — | — | Non-album single | |
"ডেজার্ট" (ডয়িন ফিচারিং সাইলেনটো) |
৬৮ | ৫ | ৭ | ৬ | ১৭ | — | — | ডেজার্ট ইপি | ||
"গার্ল ইন দ্য মিরর"[২৮] (সোপিয়া গ্রেস ফিচারিং সাইলেনটো) |
২০১৬ | — | — | — | — | — | — | — | Non-album singles | |
"স্পটলাইট"[২৯] (পাঞ্চ (펀치) x সাইলেনটো) |
— | — | — | — | — | — | — | |||
"স্লাইড"[৩০] (ইএলএস ফিচারিং সাইলেনটো) |
২০১৭ | — | — | — | — | — | — | — | ||
"লাইক ইট লাইক ইট"[৩১] (মার্কাস এন্ড মার্টিনাস ফিচারিং সাইলেনটো) |
— | — | — | — | — | ১৬ | ৪৮ |
শিরোনাম | বছর | অ্যালবাম |
---|---|---|
"ইয়াং লাভ"[৩২] | ২০১৭ | Non-album single |
"অল অ্যাবাউট ইউ" |
শিরোনাম | বছর | অন্য শিল্পী(রা) | অ্যালবাম |
---|---|---|---|
"ভলকানো" | ২০১৫ | দ্য ভ্যাম্পস | ওয়াক আপ |
বছর | পুরস্কার | শ্রেণি | কাজ | ফলাফল | তথ্যসূত্র |
---|---|---|---|---|---|
২০১৫ | টিন চয়েস অ্যাওয়ার্ড | র্যাপ / হিপ-হপ ট্র্যাক | "ওয়াচ মি (উইপ/নাই নাই)" | মনোনীত | |
এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড | সঙ অব দ্য সামার | ||||
সোল ট্রেইন মিউজিক অ্যাওয়ার্ড | সেরা নৃত্য প্রদর্শন | বিজয়ী | [৩৩] | ||
২০১৬ | বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড | সেরা নতুন শিল্পী | সাইলেনটো | মনোনীত | |
২০১৬ | বিট অ্যাওয়ার্ড | ইয়াংস্টার অ্যাওয়ার্ড | মনোনীত |