সাকেত চৌধরী | |
---|---|
হিন্দি: साकेत चौधरी | |
জন্ম | |
মাতৃশিক্ষায়তন | সাবিত্রীবাঈ ফুলে পুনে বিশ্ববিদ্যালয় |
পেশা | চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার |
কর্মজীবন | ২০০০-বর্তমান |
কর্ম | পূর্ণ তালিকা |
পুরস্কার | পূর্ণ তালিকা |
সাকেত চৌধরী (হিন্দি: साकेत चौधरी) একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার। তিনি ব্যবসাসফল হিন্দি মিডিয়াম (২০১৭) চলচ্চিত্রের জন্য সর্বাধিক পরিচিত।[১][২] এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালক বিভাগে আইফা পুরস্কার অর্জন করেন এবং শ্রেষ্ঠ পরিচালক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার-সহ একাধিক পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তার পরিচালিত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র হল প্যায়ার কে সাইড ইফেক্টস (২০০৬) এবং শাদী কে সাইড ইফেক্টস (২০১৪)।[৩]
চৌধরী ফারহান আখতারের দিল চাহতা হ্যায় (২০০১) চলচ্চিত্র দেখার পর পরিচালক হিসেবে কাজ শুরু করার আগ্রহ পোষণ করেন। এই চলচ্চিত্র থেকে অনুপ্রাণিত হয়ে তিনি তার প্রথম চলচ্চিত্র প্যায়ার কে সাইড ইফেক্টস (২০০৬)-এর চিত্রনাট্য রচনা করেন।[৪] তিনি ২০১৪ সালে এই চলচ্চিত্রের অনুবর্তী চলচ্চিত্র শাদী কে সাইড ইফেক্টস নির্মাণ করেন।[৫] ২০১৭ সালে তিনি হিন্দি মিডিয়াম চলচ্চিত্র নির্মাণ করেন, যাতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন ইরফান খান।[৬] এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালক বিভাগে আইফা পুরস্কার অর্জন করেন এবং শ্রেষ্ঠ পরিচালক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার-সহ একাধিক পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[৭][৮]
বছর | চলচ্চিত্রের শিরোনাম | ভূমিকা |
---|---|---|
২০০০ | ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি | সহকারী পরিচালক |
২০০১ | অশোকা | সহ-চিত্রনাট্যকার |
২০০৬ | প্যায়ার কে সাইড ইফেক্টস | পরিচালক, লেখক |
২০১৪ | শাদী কে সাইড ইফেক্টস | পরিচালক, লেখক |
২০১৭ | হিন্দি মিডিয়াম | পরিচালক, লেখক |
প্রদানের তারিখ | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র. |
---|---|---|---|---|
ফিল্মফেয়ার পুরস্কার | ||||
২০ জানুয়ারি ২০১৮ | শ্রেষ্ঠ পরিচালক | হিন্দি মিডিয়াম | মনোনীত | [৯] |
আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র অ্যাকাডেমি পুরস্কার | ||||
২৪ জুন ২০১৮ | শ্রেষ্ঠ পরিচালক | হিন্দি মিডিয়াম | বিজয়ী | [১০] |
জি সিনে পুরস্কার | ||||
৩০ ডিসেম্বর ২০১৭ | শ্রেষ্ঠ পরিচালক | হিন্দি মিডিয়াম | মনোনীত | [১১] |
শ্রেষ্ঠ লেখনী |