সাঘর Saghar ساغر | |
---|---|
জেলা | |
আফগানিস্তানে অবস্থান | |
স্থানাঙ্ক: ৩৩°৪১′২৯″ উত্তর ৬৩°৫২′০১″ পূর্ব / ৩৩.৬৯১৪° উত্তর ৬৩.৮৬৬৯° পূর্ব | |
দেশ | আফগানিস্তান |
প্রদেশ | ঘোর প্রদেশ |
আয়তন | |
• মোট | ২,৬৪৪ বর্গকিমি (১,০২১ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১২)[১] | |
• মোট | ৩৩,৭০০ |
সাঘর জেলা আফগানিস্তানের ঘোর প্রদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে অবস্থিত একটি জেলা। জেলাটির কেন্দ্রীয় শহরের নাম হচ্ছে টাইটান (সাঘর)। ২০১২ সালের জনশুমারির আনুমানিক হিসাব অনুযায়ী জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ৩৩,৭০০ জন।[১] জেলাটি অন্যান্য প্রদেশের পাহাড়ি জেলাগুলির মতো দীর্ঘ সময়কাল ধরে তুষারপাতের ফলে শীতকাল মারাত্মকভাবে সমস্যার সম্মুখিন হতে হয় এবং চলমান খরার কারণে কৃষিক্ষেত্রে ব্যাপকভাবে প্রভাবিত হয়।
আফগানিস্তানের ঘোর প্রদেশের অঞ্চল বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |