সাঙ্গী তক্ত Sang-e-Takht سنگ تخت | |
---|---|
জেলা | |
আফগানিস্তানে অবস্থান [১] | |
স্থানাঙ্ক: ৩৪°১১′২৪″ উত্তর ৬৫°৫৪′৩৬″ পূর্ব / ৩৪.১৯০০০° উত্তর ৬৫.৯১০০০° পূর্ব | |
দেশ | আফগানিস্তান |
প্রদেশ | দায়কুন্দি প্রদেশ |
সাঙ্গী তক্ত অথবা সাঙ্গ‐ই‐তক্ত (দারি: سنگ تخت) হচ্ছে আফগানিস্তানের দায়কুন্দি প্রদেশের একটি অন্যতম জেলা।[২] ২০০৫ সালে এটি দায়কুন্দি জেলার অংশ হিসেবে গঠন করা হয়েছিল।
সংঘত-বন্দর জেলার প্রায় ২৯০ টির মত গ্রাম রয়েছে। এটার সীমানা প্রায় ১,০৯৫ বর্গকিলোমিটার (৪২৩ মা২) এবং এখানকার জনসংখ্যা প্রায় ৭৮,৯০০ জন। এই জেলাটি ঘোর প্রদেশ এবং দায়কুন্ডি আস্ট্রালয় জেলা কর্তৃক নিয়ন্ত্রিত।
জেলাটিতে সাধারণত কৃষকের সংখ্যাই বেশি। এই জেলাটিতে পিচের রাস্তা নেই এবং এখানে সরকারি কোন অফিস ভবনও নেই।
জেলাটি হাতে গোনা কয়েকটি গ্রাম রয়েছে, যেগুলির নাম হচ্ছে-