সাজিকোট জলপ্রপাত | |
---|---|
![]() সাজিকোট জলপ্রপাত, অ্যাবোটাবাদ জেলা | |
![]() | |
অবস্থান | হাভেলিয়ান তেহসিল, অ্যাবোটাবাদ, খাইবার পাখতুনখোয়া, পাকিস্তান |
স্থানাঙ্ক | ৩৪°০০′০৪″ উত্তর ৭৩°১৬′৪৪″ পূর্ব / ৩৪.০০১১০৪° উত্তর ৭৩.২৭৮৭৬৬° পূর্ব |
ধরন | ডোবা জলাশয় |
মোট উচ্চতা | ২০০ ফু (৬১ মি)[১] |
সাজিকোট জলপ্রপাত হল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের অ্যাবোটাবাদ জেলার হাভেলিয়ান তেহসিলের একটি জলপ্রপাত। [২] এটি অ্যাবোটাবাদ জেলার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি হাভেলিয়ান থেকে প্রায় ২৭ কিলোমিটার (১৭ মাইল) [৩] এবং অ্যাবোটাবাদ জেলা থেকে ৪০ কিলোমিটার (২৫ মাইল)।[৪] হাভেলিয়ান থেকে সাজিকোট পর্যন্ত একটি নতুন নির্মিত সরু রাস্তা দর্শনার্থীদের জলপ্রপাতের ঠিক উপরে তাদের গাড়ি নিয়ে যেতে দেয়।
![]() |
অ্যাবোটাবাদ জেলার অবস্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |