সাথিয়া | |
---|---|
পরিচালক | শাদ আলী |
প্রযোজক | বব্বি বেদী যশ চোপড়া মণি রত্নম |
চিত্রনাট্যকার | গুলজার মণি রত্নম |
কাহিনিকার | মণি রত্নম |
শ্রেষ্ঠাংশে | রাণী মুখার্জী বিবেক ওবেরয় তনুজা শাহরুখ খান টাবু |
সুরকার | এ আর রহমান |
চিত্রগ্রাহক | অনিল মেহতা |
সম্পাদক | এ. শ্রীকর প্রসাদ |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | কালিডসকোপ এন্টারটেনমেন্ট মাদ্রাজ টকিজ যশ রাজ ফিল্মস |
মুক্তি | ২০ ডিসেম্বর, ২০০২ |
স্থিতিকাল | ১৩৯ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
আয় | ১৮ কোটি টাকা (ভারত)[১] |
সাথিয়া (হিন্দি: साथिया, উর্দু: ساتھیا, [Saathiya - Life Partner] ত্রুটি: {{Lang-xx}}: text has italic markup (সাহায্য), বাংলা: জীবনসঙ্গী) হচ্ছে ২০০২ সালের একটি বলিউড চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন শাদ আলী, যৌথভাবে প্রযোজনা করেছেন বব্বি বেদী, যশ চোপড়া ও মণি রত্নম এবং সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রাণী মুখার্জী, বিবেক ওবেরয় ও তনুজা। এটি মূলত তামিল ভাষার চলচ্চিত্র আলাইপায়ুদে (২০০০) এর পুনর্নির্মাণ যেটি পরিচালনা করেছিলেন মণি রত্নম নিজেই এবং ওটিতেও সঙ্গীত পরিচালনা করেছিলেন এ আর রহমান।
এই চলচ্চিত্রটিতে দুটি বর্ধিত চরিত্রে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন শাহরুখ খান ও টাবু।
সাথিয়া ফিল্মফেয়ার পুরস্কার এর ছয় পুরস্কার জিতেছে.