সাদা লোচন Silver Royal | |
---|---|
ডানা বন্ধ অবস্থায় | |
ডানা খোলা অবস্থায় | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | Arthropoda |
শ্রেণী: | Insecta |
বর্গ: | Lepidoptera |
পরিবার: | Lycaenidae |
গণ: | Ancema |
প্রজাতি: | A. blanka |
দ্বিপদী নাম | |
Ancema blanka (de Nicéville, 1895). | |
প্রতিশব্দ | |
Pratapa blanka Evans |
সাদা লোচন (বৈজ্ঞানিক নাম: Ancema blanka (de Nicéville))[১] এক প্রজাতির ছোট আকারের প্রজাপতি। এরা ‘লাইসিনিডি’ গোত্রের সদস্য।[২] বন্যপ্রাণ সংরক্ষণ আইন অনুসারে এই প্রজাতি তফ্সিল ২ এর তালিকার অন্তর্ভুক্ত।[১][৩]
সাদালোচন এর প্রসারিত অবস্থায় ডানার আকার ৩০-৪০মিলিমিটার দৈর্ঘ্যের হয়।[৪]
ভারতে প্রাপ্ত সাদালোচন এর উপপ্রজাতি হল- [৫]
এদের হিমালয়এর ১৫০০ ফুট উচ্চতা[৬] পর্যন্ত এদের দেখা মেলে। ভারত এর পশ্চিম ঘাট পার্বত্য অঞ্চল[৭] এবং সিকিম থেকে অরুনাচল প্রদেশ পর্যন্ত। এছাড়া নেপাল, ভুটান, বাংলাদেশ এবং মায়ানমার এও এদের দেখা যায়।[৮]
কলকাতা এবং পার্শব্ব্ররতী অঞ্চল | উত্তরবঙ্গ এবং পার্শব্ব্ররতী অঞ্চল |
---|---|
দেখা মেলে না | অতি দুর্লভ |
এদের দুটি লেজ রয়েছে। নিচের অংশ চকচকে রুপোলী রঙ এর। উভয় ডানাতেই সরু আঁকাবাঁকা অবিছিন্ন ফিসকাল দাগ দেখা যায়। এদের নিচের ডানার অন্তরস্তরের নিচের দিকে লেজের কাছাকাছি অংশে দুটি সুস্পষ্ট কালো প্রায় গোলাকৃতি ছোপ রয়েছে যাদের উপরিভাগ কমলা রঙ এর। উপরের অংশ উজ্জ্বল আকাশী নীল রঙ বিশিষ্ট যার শীর্ষভাগ কালো রঙ এর এবং এই কালো শীর্ষভাগ নীল ডোরা দাগযুক্ত।
এরা খুব দ্রুত ওড়ে।[১] গ্রীষ্মকালে পুরুষ সাদা লোচন কদাচিৎ জলের ধারে বসে জলপান করে। সাধারণত এদের গাছের উপর অথবা পাথরের উপর বসে রৌদ্র পোহাতে প্রায়শই দেখা যায়। সাদা লোচন পশুদের বিষ্ঠার উপরও বসে থাকে।[১] অনের সময় ছোট ঝর্না অথবা নদীর ধারেও দেখা যায়। রৌদ্র পোহানোর সময় এরা এদের ডানা দুটি অর্ধেক খুলে বসে। পুরুষ প্রজাতিগুলি কলহপ্রবন প্রকৃতির এবং অন্য প্রজাতির প্রজাপতিকে পাশ দিয়ে উড়ে যেতে দেখলেই পিছু ধাওয়া করে।[৯] স্ত্রী সাদা লোচন দের খুব কম দেখা মেলে।[৮]
এই শূককীট Viscum angulatam, Viscum capitellatum ইত্যাদি গাছের পাতার রসালো অংশ আহার করে।[১]
|শেষাংশ1=
at position 7 (সাহায্য)
|তারিখ=
(সাহায্য)