সাদাবুক মাছরাঙা ধলাগলা মাছরাঙা Halcyon smyrnensis | |
---|---|
fusca উপপ্রজাতি, কেরালা, ভারত | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | প্রাণীজগৎ |
পর্ব: | কর্ডাটা |
শ্রেণী: | পক্ষী |
বর্গ: | Coraciiformes |
পরিবার: | Halcyonidae |
গণ: | Halcyon |
প্রজাতি: | H. smyrnensis |
দ্বিপদী নাম | |
Halcyon smyrnensis (লিনিয়াস, ১৭৫৮) | |
বিস্তৃতি | |
প্রতিশব্দ | |
Alcedo smyrnensis |
সাদাবুক মাছরাঙা (বৈজ্ঞানিক নাম: Halcyon smyrnensis; ধলাগলা মাছরাঙা নামেও পরিচিত) Halcyonidae (হ্যালসায়নিডি) গোত্র বা পরিবারের অন্তর্গত Halcyon (হ্যালসায়ন) গণের অন্তর্ভুক্ত এক প্রজাতির গেছো মাছরাঙা।[২][৩][৪] এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্য-পাখি।
সাদাবুক মাছরাঙার বৈজ্ঞানিক নামের অর্থ স্মির্নার মাছরাঙা (গ্রিক: halkuon = মাছরাঙার সঙ্গে সম্পর্কিত পৌরাণিক পাখি, smyrnrnsis = স্মির্না শহর, তুরস্ক)।[৩] বাংলাদেশ, ভারত ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়। এছাড়া তুরস্ক ও বুলগেরিয়া[৫] পর্যন্তও এদের বিস্তৃতি লক্ষ্য করা যায়। সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এরা বিস্তৃত, প্রায় ৭১ লক্ষ ৭০ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এদের আবাস।[৬] বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা ক্রমেই বাড়ছে।
এই পাখি আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্থ বলে ঘোষণা করেছে।[১] বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতিটি সংরক্ষিত।[৩]
,