সাদিয়া ইউসুফ

সাদিয়া ইউসুফ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
সাদিয়া ইউসুফ
জন্ম (1989-11-04) ৪ নভেম্বর ১৯৮৯ (বয়স ৩৫)
পাকিস্তান
ব্যাটিংয়ের ধরনডান-হাতি ব্যাটসম্যান
বোলিংয়ের ধরনবা-হাতি অর্থডক্স বোলার
ভূমিকাঅল-রাউন্ডার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক১৮ ফেব্রুয়ারি ২০০৮ বনাম আয়ারল্যান্ড
শেষ ওডিআই৪ মার্চ ২০১৪ বনাম বাংলাদেশ
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৪/০৫-২০০৬/০৭ফয়সালাবাদ নারী
২০০৭-০৮/২০১৩-১৪পাকিস্তান নারী
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওয়ানডে টি২০ আই
ম্যাচ সংখ্যা ৩৫ ৩২
রানের সংখ্যা ১০
ব্যাটিং গড় ৩.১৬ ১.০০
১০০/৫০ ০/০ ০/০
সর্বোচ্চ রান ১৬ ৫৭০
বল করেছে ১৬১৮ ১৮০
উইকেট ৫০ ৩৯
বোলিং গড় ১৬.৪০ ১৪.০৫
ইনিংসে ৫ উইকেট -
ম্যাচে ১০ উইকেট -
সেরা বোলিং ৫/৩৫ ৪/৯
ক্যাচ/স্ট্যাম্পিং ৩/– ১/–
উৎস: Crickinfo, ১৬ মার্চ ২০১৪

সাদিয়া ইউসুফ (ইংরেজি: Sadia Yousuf); (জন্ম: ৪ নভেম্বর ১৯৮৯) হলেন একজন পাকিস্তানি জাতীয় নারী ক্রিকেটার। সাদিয়া এখনও পর্যন্ত একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৫০টি উইকেট এবং টুয়েন্টি২০ আন্তর্জাতিক ম্যাচে ৩৯টি উইকেট শিকারী বোলার।[]

খেলোয়াড়ী জীবন

[সম্পাদনা]

সাদিয়া ২০০৮ সাল থেকে পাকিস্তানের জাতীয় নারী ক্রিকেট দলের হয়ে খেলে আসছেন।[] তিনি ওডিআই ক্রিকেট প্রতিযোগিতায় ৫ উইকেট শিকারী অন্যতম একজন বোলার হিসেবে পরিচিত।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. http://www.espncricinfo.com/bangladesh/content/player/317157.html
  2. "Player profile: Sadia Yousuf"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৩