ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | বেদাগেদারা সাদিরা রাশেন সমরবিক্রম | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | কলম্বো, শ্রীলঙ্কা | ৩০ আগস্ট ১৯৯৫|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | উইকেট-রক্ষক-ব্যাটসম্যান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
টেস্ট অভিষেক (ক্যাপ ১৪৩) | ৬ অক্টোবর ২০১৭ বনাম পাকিস্তান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টেস্ট | ২ ডিসেম্বর ২০১৭ বনাম ভারত | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ওডিআই অভিষেক (ক্যাপ ১৮৪) | ২০ অক্টোবর ২০১৭ বনাম পাকিস্তান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ ওডিআই | ৩০ সেপ্টেম্বর ২০১৯ বনাম পাকিস্তান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ওডিআই শার্ট নং | ২৩ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
টি২০আই অভিষেক (ক্যাপ ৭২) | ২৬ অক্টোবর ২০১৭ বনাম পাকিস্তান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টি২০আই | ৯ অক্টোবর ২০১৯ বনাম পাকিস্তান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বছর | দল | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
কোল্টস | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৯ অক্টোবর, ২০১৯ |
বেদাগেদারা সাদিরা রাশেন সমরবিক্রম (সিংহলি: සදීර සමරවික්රම; জন্ম: ৩০ আগস্ট, ১৯৯৫) কলম্বো এলাকায় জন্মগ্রহণকারী শ্রীলঙ্কান পেশাদার আন্তর্জাতিক ক্রিকেটার। শ্রীলঙ্কা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ২০১০-এর দশকের শেষদিক থেকে শ্রীলঙ্কার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটের সকল স্তরে অংশগ্রহণ করছেন।[১]
ঘরোয়া প্রথম-শ্রেণীর শ্রীলঙ্কান ক্রিকেটে কোল্টস ক্রিকেট ক্লাবের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে খেলছেন। এছাড়াও, ডানহাতে মাঝারিসারিতে ব্যাটিং করছেন সাদিরা সমরবিক্রম।
কলম্বোর থারস্টান কলেজে সাদিরা সমরবিক্রম প্রথম ক্রিকেট খেলতে শুরু করেন। এরপর তিনি সেন্ট যোসেফসে শেষের বছরগুলো অতিক্রম করেন। বছরের নিয়মিত খেলা হিসেবে সেন্ট যোসেফসের পক্ষে ১২৬ রানের স্মরণীয় ইনিংস খেলেন। ফলশ্রুতিতে, শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলে তাকে রাখা হয়। ২০১৪ সালের আইসিসি যুব ক্রিকেট বিশ্বকাপে ৪৪.১৭ গড়ে ২৬৫ রান তুলে নিজের ভবিষ্যৎ সম্ভাবনার কথা জানান দেন।
অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গী কুশল মেন্ডিস জাতীয় দলে খেলেন। প্রথম-শ্রেণীর খেলায় দূর্দান্ত ক্রীড়াশৈলীর প্রেক্ষিতে তিনি তার স্থান দখল করেন। কোল্টস ক্রিকেট ক্লাবে নিজস্ব প্রথম মৌসুমটি সাধারণমানের ছিল। কিন্তু, দ্বিতীয় মৌসুমে ভালো খেলার পর তৃতীয়টিতে অসাধারণ খেলোয়াড়ে নিজেকে পরিণত করেন। ২০১৬-১৭ মৌসুমে টায়ার-এ রানের তালিকায় ৫৯.৭৬ গড়ে ১০১৬ রান তুলে শীর্ষস্থান দখল করে। ফেব্রুয়ারি, ২০১৭ সালে শ্রীলঙ্কা এ দলের পক্ষে অভিষেক ঘটে তার। ইংল্যান্ড লায়ন্সের শক্তিশালী বোলিং আক্রমণ রুখে দিয়ে ২২৩ বলে ১৮৫ রান তুলেন।
২০১৫ সাল থেকে সাদিরা সমরবিক্রম’র প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রয়েছে। দীর্ঘ সময়ের ক্রিকেটে সাদিরা সমরবিক্রম দর্শনীয় উইকেট-রক্ষক-ব্যাটসম্যানের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। মূলতঃ মাঝারিসারিতে ব্যাটিংয়ে নামেন। তবে, সীমিত ওভারের ক্রিকেটে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে দ্রুতলয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে নিয়মিতভাবে অগ্রসর হয়ে থাকেন। বিদ্যালয় জীবন থেকে চলে আসা স্বল্পসংখ্যক ছাত্রকেই বড়দের ক্রিকেটে সফল হতে দেখা যায়। তন্মধ্যে তিনি অন্যতম। জাতীয় দল নির্বাচকমণ্ডলীরও তার প্রতি সুদৃষ্টি ছিল।
২০১৬-১৭ মৌসুমের প্রিমিয়ার লীগ টুর্নামেন্টে সর্বাধিক রান করার কৃতিত্ব অর্জন করেন। ১০ খেলায় অংশ নিয়ে ১৯ ইনিংসে ১,০১৬ রান তুলেছেন তিনি।[২] নভেম্বর, ২০১৭ সালে পূর্ববর্তী ২০১৬-১৭ মৌসুমের ঘরোয়া ক্রিকেটে শ্রীলঙ্কা ক্রিকেট কর্তৃক বার্ষিক পুরস্কার হিসেবে সেরা ব্যাটসম্যান হিসেবে নামাঙ্কিত হন।[৩]
মার্চ, ২০১৮ সালে সুপার ফোর প্রভিন্সিয়াল টুর্নামেন্ট খেলার জন্যে গালে দলের সদস্যরূপে তাকে অন্তর্ভুক্ত করা হয়।[৪][৫] এছাড়াও, পরের মাসে সুপার প্রভিন্সিয়াল ওয়ান ডে টুর্নামেন্টে গালে দলের সদস্যরূপে তাকে রাখা হয়েছিল।[৬]
আগস্ট, ২০১৮ সালে এসএলসি টি২০ লীগে ডাম্বুল্লা দলের সদস্যরূপে তাকে অন্তর্ভুক্ত করা হয়।[৭] ফেব্রুয়ারি, ২০১৯ সালে এসএলসি টুয়েন্টি২০ টুর্নামেন্টের প্রথম দিনে পুলিশ স্পোর্টস ক্লাবের বিপক্ষে কোল্টস ক্রিকেট ক্লাবের সদস্যরূপে অপরাজিত শতরানের ইনিংস খেলেন তিনি।[৮] মার্চ, ২০১৯ সালে সুপার প্রভিন্সিয়াল ওয়ান ডে টুর্নামেন্টে ক্যান্ডি দলের পক্ষে খেলার জন্যে তাকে মনোনীত করা হয়।[৯]
২০১৭ সালের এসিসি এমার্জিং টিমস এশিয়া কাপ প্রতিযোগিতায় শ্রীলঙ্কা দলের অন্যতম সদস্য ছিলেন।[১০] চূড়ান্ত খেলায় পাকিস্তানের বিপক্ষে ৪৫ রান তুলেন ও দলকে জয়ী করেন। এরফলে, নিম্নমূখী রানের ঐ খেলায় প্রতিযোগিতায় প্রথম শিরোপা জয় করে শ্রীলঙ্কা দল।[১১][১২]
চলমান খেলোয়াড়ী জীবনে চারটিমাত্র টেস্ট, সাতটিমাত্র একদিনের আন্তর্জাতিক ও সাতটিমাত্র টি২০আইয়ে অংশগ্রহণ করেছেন সাদিরা সমরবিক্রম। ৬ অক্টোবর, ২০১৭ তারিখে দুবাইয়ে পাকিস্তান দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ২ ডিসেম্বর, ২০১৭ তারিখে দিল্লিতে স্বাগতিক ভারত দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।
ঘরোয়া ক্রিকেটে সুন্দর ক্রীড়াশৈলী প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ সেপ্টেম্বর, ২০১৬ সালে শ্রীলঙ্কার পক্ষে প্রথমবারের মতো খেলার জন্যে আমন্ত্রিত হন। পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলায় অংশ নেন তিনি। সেপ্টেম্বর, ২০১৭ সালে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে অংশগ্রহণকল্পে শ্রীলঙ্কা দলে রোশন সিলভা’র সাথে তাকে অন্তর্ভুক্ত করা হয়।[১৩] ৬ অক্টোবর, ২০১৭ তারিখে পাকিস্তানের বিপক্ষে দুবাইয়ে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও শ্রীলঙ্কার প্রথম দিবা-রাত্রির টেস্টে অংশগ্রহণের মাধ্যমে তার টেস্ট ক্রিকেটে অভিষেক পর্ব সম্পন্ন হয়।[১৪] প্রথম ইনিংসে তিনি ৩৮ রান সংগ্রহ করেন। শতরানের ইনিংস খেলা দিমুথ করুণারত্নের সাথে ৬৮ রানের জুটি গড়েন। ইয়াসির শাহের বল থেকে মারা ড্রাইভগুলো অনেকটাই শ্রীলঙ্কান ব্যাটিং কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনের অনুরূপ ছিল বলে ক্রিকেটবোদ্ধাদের অভিমত।[১৫]
অক্টোবর, ২০১৭ সালে একই সফরে পাকিস্তান দলের বিপক্ষে শ্রীলঙ্কা একদিনের দলের সদস্য করা হয়।[১৬] ২০ অক্টোবর, ২০১৭ তারিখে পাকিস্তানের বিপক্ষে সিরিজের চতুর্থ ওডিআইয়ে তার অভিষেক হয়।[১৭] পরের খেলায়ও তিনি শূন্য রানে বিদেয় নেন। এরফলে, শচীন তেন্ডুলকর ও কেন উইলিয়ামসনের ন্যায় তিনিও তৃতীয় ব্যাটসম্যান হিসেবে প্রথম দুইটি ওডিআইয়ে শূন্য রান করেছেন।
একই মাসের শেষদিকে পাকিস্তানের বিপক্ষে টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অংশগ্রহণের উদ্দেশ্যে তাকে শ্রীলঙ্কার সদস্যরূপে অন্তর্ভুক্ত করে।[১৮] ২৬ অক্টোবর, ২০১৭ তারিখে আবুধাবিতে অনুষ্ঠিত টি২০আই সিরিজের প্রথম খেলায় পাকিস্তানের বিপক্ষে উইকেট-রক্ষক হিসেবে অভিষেক হয় তার।[১৯]
মে, ২০১৮ সালে শ্রীলঙ্কা ক্রিকেট কর্তৃপক্ষ ২০১৮-১৯ মৌসুমকে ঘিরে জাতীয় পর্যায়ে ৩৩জন ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করে। তিনিও অন্যতম ছিলেন।[২০][২১]