সানওয়াপ্টা নদী | |
---|---|
অবস্থান | |
দেশ | কানাডা |
প্রদেশ | আলবার্টা |
প্রাকৃতিক বৈশিষ্ট্য | |
উৎস | |
• অবস্থান | আথাবাস্কা হিমবাহ |
• স্থানাঙ্ক | ৫২°১২′৩০″ উত্তর ১১৭°১৪′১৪″ পশ্চিম / ৫২.২০৮৩৩° উত্তর ১১৭.২৩৭২২° পশ্চিম |
• উচ্চতা | ২,০৩৭ মিটার (৬,৬৮৩ ফুট) |
মোহনা | |
• অবস্থান | আথাবাস্কা নদী |
• স্থানাঙ্ক | ৫২°৩১′৪১″ উত্তর ১১৭°৪১′০৫″ পশ্চিম / ৫২.৫২৮০৬° উত্তর ১১৭.৬৮৪৭২° পশ্চিম |
• উচ্চতা | ১,৩০০ মিটার (৪,৩০০ ফুট) |
সানওয়াপ্টা নদী কানাডার আলবার্টা প্রদেশের জেসপার জাতীয় উদ্যানে কানাডিয় রকি পর্বতমালার অন্তর্গত নদী। নদীটি আথাবাস্কা হিমবাহের একটি প্রান্ত বা টারমিনাস হতে উদ্ভূত হয়ে বৃহৎ আথাবাস্কা নদীতে মিশেছে। এটি আথাবাস্কা নদীর অন্যতম উপনদী। যাত্রাপথে নদীটির একটি জলপ্রপাত, কয়েকটি শাখা ও উপনদী আছে।[১] এই নদীর নাম স্টোনি ইন্ডিয়ান জাতীগোষ্টির ভাষা হতে উদ্ভূত, যার অর্থ 'উত্তাল বা অশান্ত নদী'। ১৮৯২ সালে ভুতত্ত্ববিদ এ পি কোলম্যান এই নদীর নামকরণ করেন।[২]
কলাম্বিয়া বরফক্ষেত্রের আথাবাস্কা হিমবাহের শেষপ্রান্তে গলিত বরফ জমা ছোট সানওয়াপ্টা হ্রদকে সানওয়াপ্টা নদীর নামমাত্র প্রবাহ উৎস বিবেচনা করা হয়। এর কয়েক কিলোমিটার উজান থেকে নদীটির মূলশ্রোত সানওয়াপ্টা গিরিপথের পশ্চিম-উত্তরপশ্চিম পাশে কলাম্বিয়া বরফক্ষেত্রের কাছ দিয়ে প্রবাহিত হয়েছে, যা জেসপার ও ব্যানফ জাতীয় উদ্যানকে বিভাজিত এবং উদ্যান দুইটির সীমা নির্দেশ করেছে। এরপর নদীটি আলবার্টা প্রদেশের 'আইসফিল্ডস পার্কওয়ে' নামে খ্যাত মহাসড়ক ৯৩-এর পাশাপাশি অনুসরণ করে জেসপার জাতীয় উদ্যানের মধ্য দিয়ে উত্তর-পশ্চিমে প্রবাহিত হতে থাকে। এটির প্রবাহের শেষ দিকে সানওয়াপ্টা জলপ্রপাত অবস্থিত, জলপ্রপাতের তিন কিলোমিটার পরে নদীটি আথাবাস্কা নদীর সাথে মিশেছে।[১]
সানওয়াপ্টা নদীর উপনদী সমূহঃ