সানওয়াপ্টা পর্বত | |
---|---|
সর্বোচ্চ বিন্দু | |
উচ্চতা | ৩,৩১৫ মিটার (১০,৮৭৬ ফুট) [১] |
সুপ্রত্যক্ষতা | ১,০১৪ মিটার (৩,৩২৭ ফুট) |
স্থানাঙ্ক | ৫২°২০′৫৫″ উত্তর ১১৭°১৬′৩০″ পশ্চিম / ৫২.৩৪৮৬১° উত্তর ১১৭.২৭৫০০° পশ্চিম [২] |
ভূগোল | |
অবস্থান | আলবার্টা, কানাডা |
মূল পরিসীমা | কানাডীয় রকিজ |
টপো মানচিত্র | এনটিএস ৮৩সি/০৬[২] |
আরোহণ | |
প্রথম আরোহণ | ১৯০৬, জিমি সিম্পসন[৩] |
সহজ পথ | সহজ হামাগুড়ি দিয়ে আরোহণ |
সানওয়াপ্টা পর্বত (স্থানীয়ভাবে সানওয়াপ্টা চূড়া নামে পরিচিত) কানাডার আলবার্টা প্রদেশের জেসপার জাতীয় উদ্যানে সানওয়াপ্টা নদীর উপত্যাকায়, 'বিউটি' নালী ও কলাম্বিয়া বরফক্ষেত্রের ঠিক উত্তরে এবং জোনাস নালীর পশ্চিম দিকে অবস্থিত একটি পর্বত।[১] 'সানওয়াপ্টা' শব্দটি স্টোনি ইন্ডিয়ান জাতীগোষ্টির ভাষা হতে উদ্ভূত, যার অর্থ 'উত্তাল বা অশান্ত নদী'। শব্দটি সানওয়াপ্টা নদীর নামকরণে ব্যবহার করা হইয়েছিল।[৩] ১৯০৬ সালে সানওয়াপ্টা নদীর নাম অনুসারে এই পর্বতের নাম রাখা হয়।[৩][১] একই বছর জিমি সিম্পসন সর্বপ্রথম এই পর্বত আরোহণ করেছিলেন।[৩] পর্বতটি আলবার্টার 'আইসফিল্ড পার্কওয়ে' নামে খ্যাত মহাসড়ক ৯৩ হতে দেখা যায়।
সানওয়াপ্টা পর্বতের চূড়ায় আরোহণের জন্য সাধারণত আইসফিল্ড পার্কওয়ের পাশের দক্ষিণ-পশ্চিম ঢাল (১,৭৩৫ মিটার (৫,৬৯২ ফুট)) হামাগুড়ি দিয়ে ওঠার জন্য বেশি ব্যবহার হয়।[৩]
কলাম্বিয়া পর্বত মূলত প্রাক-ক্যাম্ব্রিয়ান থেকে জুরাসিক যুগের পাললিক শিলায় গঠিত। ল্যরামাইড অরোজেনি'র মত ভূতাত্ত্বিক ঘটনা চলাকালে অগভীর সমুদ্রের পাললিক শিলা ধাক্কা দিয়ে আরো পূর্ব দিকের অপেক্ষাকৃত নবীন শিলার উপর ঠেলে দিলে এপর্বতগুলির সৃষ্টি হয়।[৪]
কোপেনের জলবায়ু শ্রেনীবিভাগ অনুযায়ী কলাম্বিয়া পর্বত, উত্তর মেরুর ঠিক দক্ষিণে অবস্থিত ঠান্ডা, তুষারাবৃত শীত মৌসুম এবং মৃদু গ্রীষ্মকালীন জলবায়ু অঞ্চলে অবস্থিত। এখানে তাপমাত্রা সাধারণত -২০° এবং শীতল বায়ূ প্রবাহ থাকলে -৩০° সেলসিয়াস পর্যন্ত নেমে যায়।[৫] সানওয়াপ্টা পর্বতে বারিপাতে জমা পানি নেমে এসে সানওয়াপ্টা নদীতে পতিত হয়।
|name-list-style=
উপেক্ষা করা হয়েছে (সাহায্য)