সানা খান | |
---|---|
![]() ২০১৭ সালে সানা খান | |
জন্ম | [১][২] | ২১ আগস্ট ১৯৮৮
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেত্রী, মডেল, নৃত্যশিল্পী |
কর্মজীবন | ২০০৫–২০২০ |
দাম্পত্য সঙ্গী | মুফতি আনাস সাঈদ (বি. ২০২০)[৩] |
সানা খান (জন্ম: ২১ আগস্ট ১৯৮৭) একজন সাবেক ভারতীয় অভিনেত্রী, মডেল, নৃত্যশিল্পী। তিনি প্রাথমিকভাবে মডেলিং এর মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে বিজ্ঞাপনচিত্র ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে মিডিয়াতে প্রবেশ করেন। এছাড়াও তিনি দক্ষিণ ভারতীয় ছবিতে, টিভি কমার্শিয়াল ও টেলিভিশন রিয়েলিটি শোতে কাজ করেছেন। সানা প্রায় ৫টি ভাষায় ১৪টি চলচ্চিত্রে এবং ৫০টির মত বিজ্ঞাপনে কাজ করেছেন।[৪]
সানা খানের জন্ম ও বেড়ে ওঠা মুম্বাইয়ে। তার পিতা ছিলেন কণ্ণুর থেকে আগত মালয়ালি মুসলিম এবং মা সাঈদা ছিলেন মুম্বাইয়ের মেয়ে।[৫]
২০১৯ সালের ফেব্রুয়ারিতে সানা কোরিওগ্রাফার মেলভিন লুইসের সাথে তার সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেছিলেন।[৬] কিন্তু ২০২০ সালের ফেব্রুয়ারির মধ্যেই তারা আলাদা হয়ে যান।[৭]
২০২০ সালের ৮ অক্টোবর সানা ইনস্টাগ্রামে পোস্ট করে তার বিনোদন অঙ্গন ত্যাগের কথা জানান এবং বলেন যে, তিনি "মানবতার সেবা করবেন এবং তার স্রষ্টার আদেশ মেনে চলবেন।"[৮][৯] একই বছর ২১ নভেম্বর তিনি সুরাটে আনাস সাইয়িদ নামক এক মুফতির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[১০][১১][১২]
বছর | চলচ্চিত্র | ভূমিকা | ভাষা |
---|---|---|---|
২০০৫ | এহি হে হাই সোসাইটি | সোনিয়া | হিন্দি |
২০০৬ | ই | বিশেষ উপস্থিতি | তামিল |
২০০৭ | বোম্বে টু গোয়া | বিশেষ উপস্থিতি | হিন্দি |
বছর | চলচ্চিত্র | পুরস্কার | বিভাগ | ফলাফর |
---|---|---|---|---|
২০০৮ | সিলামবাত্তাম | আন্তর্জাতিক তামিল চলচ্চিত্র পুরস্কার | আইফা শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী পুরস্কার | বিজয়ী |
২০১৫ | জয় হো | স্টারডাস্ট পুরস্কার | ব্রেকথ্রু পারফরম্যান্স - মহিলা | মনোনীত[১৩] |
২০১৭ | ওয়াজাহ তুম হো | জি বিনোদন পুরস্কার | একটি থ্রিলার চলচ্চিত্রে শ্রেষ্ঠ বিনোদনমূলক অভিনেত্রী - মহিলা | মনোনীত[১৪] |