সান্ড্রা হ্যুলার

সান্ড্রা হ্যুলার
জার্মান: Sandra Hüller
২০২৩ সালে হ্যুলার
জন্ম(১৯৭৮-০৪-৩০)৩০ এপ্রিল ১৯৭৮[][]
মাতৃশিক্ষায়তনআর্নস্ট বুশ অ্যাকাডেমি অব ড্রামাটিক আর্টস
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৯৮-বর্তমান
সন্তান

সান্ড্রা হ্যুলার (জার্মান: [ˈzandʁa ˈhʏlɐ]; ৎসান্ডা হ্যুলার; জন্ম: ৩০ এপ্রিল ১৯৭৮) একজন জার্মান অভিনেত্রী। তিনি জার্মান, অস্ট্রীয়, মার্কিন, ব্রিটিশ ও ফরাসি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি ২০২৩ সালে জোনাথন গ্লেজারের ইহুদি গণহত্যা নিয়ে নির্মিত নাট্যধর্মী দ্য জোন অব ইন্টারেস্টজ্যুস্তিন ত্রিয়ের আইনি নাট্যধর্মী আনাতোমি দ্যুন শ্যুত চলচ্চিত্রে অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। এই দুটি চলচ্চিত্রে অভিনয় করে তিনি দুটি বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং দ্বিতীয় চলচ্চিত্রের জন্য নাট্যধর্মী চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

হ্যুলার ২০০৬ সালে হান্স-ক্রিশ্চিয়ান স্মিডের রিকুয়েম চলচ্চিত্রে আনেলিজ মিশেল চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে রৌপ্য ভল্লুক]] অর্জন করেন এবং ২০১৬ সালে টনি আর্ডমান চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ইউরোপীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি ২০২৩ সালে ঐতিহাসিক তিক্ত হাস্যরসাত্মক সিসি অ্যান্ড আই চলচ্চিত্রে অভিনয় করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Sandra Hüller"ফিল্মস্টার্টস (German ভাষায়)। ১৬ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২৪ 
  2. শোয়ার্ড, ক্যাথরিন (২৬ জানুয়ারি ২০১৭)। "Toni Erdmann's Sandra Hüller: 'Everybody knows the German clichés. Maybe they're true'"দ্য গার্ডিয়ান। ১১ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]