সাফা জহুর Blank Swift | |
---|---|
![]() | |
ডানা বন্ধ অবস্থায় | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | প্রাণীজগৎ |
পর্ব: | সন্ধিপদী |
শ্রেণী: | পতঙ্গ |
বর্গ: | লেপিডোপ্টেরা |
পরিবার: | Hesperiidae |
গণ: | Caltoris |
প্রজাতি: | C. kumara |
দ্বিপদী নাম | |
Caltoris kumara (Moore, 1878) | |
প্রতিশব্দ | |
Parnara kumara Moore, 1878 |
সাফা জহুর[১] (বৈজ্ঞানিক নাম: Caltoris kumara (Moore)) 'হেসপারিডি' (Hespaeriidae) বা স্কিপারস (Skippers) গোত্র ও 'হেসপারিনি' (Hesperiinae) উপ-গোত্রের অন্তর্ভুক্ত প্রজাতি।[২]
সাফা জহুর এর প্রসারিত অবস্থায় ডানার আকার ৪০-৪৪ মিলিমিটার দৈর্ঘ্যের হয়।[৩]
ভারতে প্রাপ্ত সাফা জহুর এর উপপ্রজাতি হল-[৪]
এই প্রজাতি ভারতএর (মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, সিকিম, অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়) নেপাল, ভুটান, বাংলাদেশ এবং মায়ানমার এর বিভিন্ন অঞ্চলে এদের পাওয়া যায়।[৩]