সাবারি জেলা আফগানিস্তানের খোস্ত প্রদেশের উত্তর অংশে অবস্থিত একটি জেলা। ভৌগোলিক অবস্থান অনুযায়ী জেলাটির পশ্চিমে মুসা খেলা জেলা, উত্তরে পাক্তিয়া, পূর্বের বাক জেলা এবং দক্ষিণে তেরে জায়ি এবং দক্ষিণে খোস্ত জেলার সীমানা ঘিরে রেখেছে। ২০০৬ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ৬২,৮০০ জন এর মত। জেলাটির কেন্দ্রীয় এলাকার নাম হচ্ছে যকবি, যেটি জেলার একেবারেই পূর্ব অঞ্চলে অবস্থান করছে। [১]
![]() |
আফগানিস্তান এর খোস্ত প্রদেশ এর অঞ্চল বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |