সাবির নুরী

সাবির নুরী
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
সাব্বির আহমেদ নুরী
জন্ম (1992-02-23) ২৩ ফেব্রুয়ারি ১৯৯২ (বয়স ৩২)
নানগারহর প্রদেশ, আফগানিস্তান
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডান-হাতি অফ ব্রেক
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র ওডিআই
(ক্যাপ ১৮)
১৮ ফেব্রুয়ারি ২০১০ বনাম কানাডা
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই এফসি এলএ টি২০
ম্যাচ সংখ্যা ১২
রানের সংখ্যা ১৮২ ৩১৯ ২৪৫ ২৬
ব্যাটিং গড় ২০.২২ ২৯.০০ ২০.৪১ ৬.৫০
১০০/৫০ –/১ –/২ –/১ –/–
সর্বোচ্চ রান ৯৪ ৮৫ ৯৪ ১৫
বল করেছে
উইকেট
বোলিং গড়
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং
ক্যাচ/স্ট্যাম্পিং ৫/– ৩/– ৫/– –/–
উৎস: ইএসপিএন ক্রিকইনফো, ১৩ ডিসেম্বর ২০১৩

সাবির নুরী (পশতু: شبير نوري; জন্ম: ফেব্রুয়ারি ২৩, ১৯৯২) হলেন একজন আফগান আন্তর্জাতিক ক্রিকেটার। নুরী একজন ডানহাতি ব্যাটসম্যান এবং ডান-হাতি অফ ব্রেক বোলার যিনি মুলত আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল এর হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলে থাকেন।

খেলোয়াড়ী জীবন

[সম্পাদনা]

নুরী ২০০৭ সালে আফগানিস্তানে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের হয়ে প্রতিনিধিত্ব করেন এবং এসিসির অনূর্ধ্ব-১৯ এলিট কাপে মালয়েশিয়ার বিরুদ্ধে তার আত্মপ্রকাশ ঘটে।[]

নভেম্বর ২০০৯ সালে, নুরী আফগানিস্তানের এসিসি টুয়েন্টি-২০ বিশ্বকাপ স্কোয়াড জয়ী দলের সদস্য ছিলেন।[]

জানুয়ারী ২০১০ সালে, নুরী আয়ারল্যান্ডের বিরুদ্ধে ইন্টারকনটিনেন্তাল কাপ আফগানিস্তান দলের হয়ে তার প্রথম শ্রেণীর ক্রিকেট আত্মপ্রকাশ ঘটে। যেখানে নুরী প্রথম ইনিংসে ৮৫ রান করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]