সামঝাওঁ ২০১৪ বলিউড চলচ্চিত্র হাম্পটি শর্মা কি দুলহানিয়া এর একটি রোমান্টিক ধরনের গান[১]। গানটি গেয়েছেন অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল। গানটি কথাগুলো লেখেছেন আহমদ আনীস এবং কুমার।[২] গানটির আসল সুরকার হলেন জাওয়াদ আহমেদ।.[৩] ছবিটির মূল নায়িকা আলিয়া ভাট কর্তৃক গানটির আরেকটি সংস্করণ জুলাই ২, ২০১৪ সালে মুক্তি দেয়া হয়।[৪]
↑That Girl Daily (৭ জানুয়ারি ২০১৫)। "Star Guild Awards 2015 nominations"। PinkVilla। ৮ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৫।