এই অনুষ্ঠানটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসেরবস্টনেরটিডি গার্ডেনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে বস্টনের মেয়র মার্টি ওয়ালশ বস্টনের বড় পরিসরে আয়োজিত সকল ধরনের সমাবেশ স্থগিত করার ঘোষণা দেওয়ার পাশাপাশি জানান যে সেপ্টেম্বর মাসের পূর্বে বিশাল জনসমাগম বিশিষ্ট কোন ধরনের অনুষ্ঠানের জন্য অনুমতি দেওয়া হবে না। পরবর্তীতে, ডাব্লিউডাব্লিউই জানায় যে এই অনুষ্ঠানটি এনএক্সটি-এর সাপ্তাহিক পর্ব ধারণের স্থান ফুল সেল বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হবে। মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে, করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে ডাব্লিউডাব্লিউই ফ্লোরিডার অরল্যান্ডোয় অবস্থিত ডাব্লিউডাব্লিউই পারফরম্যান্স সেন্টার হতে তাদের বেশিরভাগ অনুষ্ঠান আয়োজন করছিল। অ্যামওয়ে সেন্টারে স্থানান্তরিত হওয়ার পরে, সামারস্ল্যাম ছিল মার্চ মাসের পর থেকে পারফরম্যান্স সেন্টারের বাইরে অনুষ্ঠিত ডাব্লিউডাব্লিউই প্রথম কোন বড় অনুষ্ঠান, যদিও এই অনুষ্ঠানে ভক্তরা সশরীরে উপস্থিত থাকতে পারেনি; তবে এর পরিবর্তে ভক্তরা থান্ডারডোম নামে একটি নতুন অভিজ্ঞতার মাধ্যমে এই অনুষ্ঠানে এলইডি বোর্ডের মাধ্যমে উপস্থিত থেকে কার্যত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছিল।
এই অনুষ্ঠানে পূর্ব নির্ধারিত কাহিনীর ধারাবাহিকতায় অনুষ্ঠিত ম্যাচগুলো অন্তর্ভুক্ত ছিল, যেখানে কুস্তিগিরগণ পূর্ব নির্ধারিত কাহিনী অনুযায়ী অনুষ্ঠানগুলোতে নায়ক, খলনায়ক অথবা পার্থক্যহীন চরিত্র ধারণ করেছেন যা এক বা একাধিক ম্যাচে উত্তেজনা সৃষ্টি করেছে। এই ম্যাচগুলোর ফলাফল র এবং স্ম্যাকডাউন ব্র্যান্ডে নিযুক্ত ডাব্লিউডাব্লিউইর লেখকদের দ্বারা পূর্বনির্ধারিত ছিল,[৪][৫] যার ধারাবাহিক কাহিনী ডাব্লিউডাব্লিউইর সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠান র এবং স্ম্যাকডাউনে প্রদর্শন করা হয়েছে।[৬]
সামারস্ল্যাম হলো ডাব্লিউডাব্লিউই দ্বারা আয়োজিত একটি বার্ষিক সরাসরি অনুষ্ঠান, যা সাধারণত প্রতি বছরের আগস্ট মাসে অনুষ্ঠিত হয়। "গ্রীষ্মের সবচেয়ে বড় পার্টি" হিসেবে পরিচিত[৭] এই অনুষ্ঠানটি ডাব্লিউডাব্লিউই দ্বারা আয়োজিত প্রধান চারটি প্রতি-দর্শনে-পরিশোধ অনুষ্ঠানের (রেসলম্যানিয়া, রয়্যাল রাম্বল এবং সার্ভাইভার সিরিজ) মধ্যে একটি;[৮] এবং ২০২১ সাল অনুযায়ী, প্রধান পাঁচটি অনুষ্ঠানের মধ্যে একটি (যেখানে মানি ইন দ্য ব্যাংক অন্তর্ভুক্ত)।[৯] এই পাঁচটি প্রধান অনুষ্ঠানের মধ্যে রেসলম্যানিয়ার পর এটি ডাব্লিউডাব্লিউই দ্বারা আয়োজিত দ্বিতীয় বৃহত্তম অনুষ্ঠান।[১০][১১] ১৯৮৮ সালের ২৯শে আগস্ট তারিখে প্রথমবারের মতো সামারস্ল্যাম অনুষ্ঠিত হয়েছে।[১২]
নো ডিস্কোয়ালিফিকেশন ম্যাচ পরাজিত ব্যক্তি ডাব্লিউডাব্লিউই ছেড়ে চলে যাবে[১৮] যেহেতু সোনিয়া পরাজিত হয়েছে, তাই তাকে ডাব্লিউডাব্লিউই ছেড়ে চলে যেতে হয়েছে
↑গ্রাবিয়ানোভস্কি, এড (১৩ জানুয়ারি ২০০৬)। "How Pro Wrestling Works" [পেশাদার কুস্তি কিভাবে কাজ করে]। HowStuffWorks (ইংরেজি ভাষায়)। ডিসকভারি ইনকো.। ১৮ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১২।