ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | সামি খেদিরা[১] | |||||||||||||||||||
জন্ম | [১] | ৪ এপ্রিল ১৯৮৭|||||||||||||||||||
জন্ম স্থান | স্টুটগার্ট, পশ্চিম জার্মানি | |||||||||||||||||||
উচ্চতা | ১.৮৯ মি (৬ ফু ২ ইঞ্চি)[২] | |||||||||||||||||||
মাঠে অবস্থান | মিডফিল্ডার | |||||||||||||||||||
ক্লাবের তথ্য | ||||||||||||||||||||
বর্তমান দল | রিয়াল মাদ্রিদ | |||||||||||||||||||
জার্সি নম্বর | ৬ | |||||||||||||||||||
যুব পর্যায় | ||||||||||||||||||||
১৯৯২–১৯৯৫ | টিভি ওফিনজেন | |||||||||||||||||||
১৯৯৫–২০০৪ | ভিএফবি স্টুটগার্ট | |||||||||||||||||||
জ্যেষ্ঠ পর্যায়* | ||||||||||||||||||||
বছর | দল | ম্যাচ | (গোল) | |||||||||||||||||
২০০৪–২০০৬ | বুন্ডেসলিগা ক্লাব স্টুটগার্ট ২ | ২১ | (১) | |||||||||||||||||
২০০৬–২০১০ | বুন্ডেসলিগা স্টুটগার্ট | ৯৮ | (১৪) | |||||||||||||||||
২০১০– | রিয়াল মাদ্রিদ | ৯১ | (৬) | |||||||||||||||||
জাতীয় দল‡ | ||||||||||||||||||||
২০০৩–২০০৪ | জার্মানি অনূর্ধ্ব-১৭ | ১০ | (২) | |||||||||||||||||
২০০৭–২০০৯ | জার্মানি অনূর্ধ্ব-২১ | ১৫ | (৫) | |||||||||||||||||
২০০৯– | জার্মানি | ৫১ | (৫) | |||||||||||||||||
অর্জন ও সম্মাননা
| ||||||||||||||||||||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৫:৫৩, ১৭ মে ২০১৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২১:৫২, ৮ জুলাই ২০১৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
সামি খেদিরা (আরবি: سامي خضيرة, জার্মান: Sami Khedira; জন্ম: ৪ এপ্রিল ১৯৮৭) হলেন একজন জার্মান ফুটবলার; যিনি বর্তমানে রিয়াল মাদ্রিদ এবং জার্মানি জাতীয় ফুটবল দল এর হয়ে খেলছেন। খেদিরা ২০১০ সালে বুন্দেসলিগা ক্লাব স্টুগগার্ট থেকে রিয়াল মাদ্রিদে যোগদান করেন। তাকে "নিশ্ছিদ্র বায়বীয় ক্ষমতার" সাথে একজন গতিশীল মাঝমাঠের খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়। এছাড়াও তিনি বল পুনরুদ্ধার এবং তার শক্তিশালী মধ্য-পরিসীমা শুটিংয়ের সাথে দ্রুতগতিতে দলীয় আক্রমণ করার জন্য সুপরিচিত।[২]
সামি ১৯৮৭ সালের ৪ এপ্রিল তারিখে স্টুটগার্ট-এ জন্মগ্রহণ করেন। তার পিতা হলেন একজন তিউনিশিয়ান হয় এবং মাতা জার্মানি।[৩] সামির ছোট ভাই রনি বুন্দেসলিগা ক্লাব স্টুটগার্টে প্রথম দলের হয়ে খেলেন[৪] এবং জার্মানি জাতীয় অনূর্দ্ধ-১৭ ফুটবল দলের অন্যতম সদস্য।[৫]
সামি ২০১১ সালে মে মাসে জার্মান ফ্যাশন মডেল লীনা গার্কের সাথে ডেটিং করেন।[৬] উভয়ই ২০১২ সালের জিকিউ কভার স্টোরিতে ফিচার হয়েছিলেন।[৭]
সর্বশেষ হালনাগাদ: ২৪ মে ২০১৪
ক্লাব পারফরম্যান্স | লীগ | কাপ | লীগ কাপ | মহাদেশীয় | অন্যান্য | সর্বমোট | সুত্র | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ক্লাব | লীগ | মৌসুম | এপস | গোল | এপস | গোল | এপস | গোল | এপস | গোল | এপস | গোল | এপস | গোল | |
জার্মানি | লীগ | ডিএফবি-পকাল | ডিএফবি-লিগাপকাল | ইউরোপ1 | অন্যান্য2 | সর্বমোট | |||||||||
বুন্দেসলিগা ২ | রেজিওনালিগা সাদ | ২০০৪–০৫ | ৫ | ০ | — | — | — | — | ৫ | ০ | [৮] | ||||
২০০৫–০৬ | ৭ | ০ | ৭ | ০ | [৯] | ||||||||||
২০০৬–০৭ | ৯ | ১ | ৯ | ১ | [১০] | ||||||||||
স্টুটগার্ট ২ সর্বমোট | ২১ | ১ | — | — | — | — | ২১ | ১ | — | ||||||
স্টুটগার্ট | বুন্দেসলিগা | ২০০৬–০৭ | ২২ | ৪ | ৪ | ০ | — | — | — | ২৬ | ৪ | [১০] | |||
২০০৭–০৮ | ২৪ | ১ | ৪ | ০ | ১ | ০ | ৫ | ০ | ৩৪ | ১ | [১১][১২] | ||||
২০০৮–০৯ | ২৭ | ৭ | ২ | ০ | — | ৮ | ১ | ৩৭ | ৮ | [১৩][১৪] | |||||
২০০৯–১০ | ২৫ | ২ | ২ | ১ | ৮ | ০ | ৩৫ | ৩ | [১৫] | ||||||
স্টুটগার্ট সর্বমোট | ৯৮ | ১৪ | ১২ | ১ | ১ | ০ | ২১ | ১ | — | ১৩২ | ১৬ | — | |||
স্পেন | লীগ | কোপা দেল রে | — | ইউরোপ3 | অন্যান্য 4 | সর্বমোট | সুত্র | ||||||||
রিয়াল মাদ্রিদ | লা লিগা | ২০১০–১১ | ২৫ | ০ | ৭ | ০ | — | ৮ | ০ | — | ৪০ | ০ | [১৬] | ||
২০১১–১২ | ২৮ | ২ | ৪ | ১ | ৮ | ১ | ২ | ০ | ৪২ | ৪ | [১৬] | ||||
২০১২–১৩ | ২৫ | ৩ | ৬ | ১ | ১১ | ০ | ২ | ০ | ৪৪ | ৪ | [১৬] | ||||
২০১৩–১৪ | ১৩ | ১ | ০ | ০ | ৫ | ০ | — | ১৮ | ১ | [১৬] | |||||
রিয়াল মাদ্রিদ সর্বমোট | ৯১ | ৬ | ১৭ | ২ | — | ৩২ | ১ | ৪ | ০ | ১৪৪ | ৯ | — | |||
কর্মজীবনের সর্বমোট | ১৮৯ | ২১ | ২৯ | ৩ | ১ | ০ | ৫৩ | ২ | ৪ | ০ | ২৭৬ | ২৬ | — |