সামুরাই | |
---|---|
পরিচালক | বালাজি শক্তিবেল |
প্রযোজক | এস. শ্রীরাম |
রচয়িতা | বালাজি শক্তিবেল |
শ্রেষ্ঠাংশে | বিক্রম অনিতা হাস্যনন্দনী জয়া শীল |
সুরকার | হরিষ জয়রাজ |
চিত্রগ্রাহক | সেতু শ্রীরাম বিজয় মিল্টন এ. ভেঙ্কটেশ |
সম্পাদক | ভি. টি. বিজয়ন |
প্রযোজনা কোম্পানি | আলায়ম |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৮০ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | তামিল |
সামুরাই (তামিল: சாமுராய்) হচ্ছে ২০০২ সালের একটি তামিল সহিংসতাবাদী চলচ্চিত্র। চলচ্চিত্রটির পরিচালক ছিলেন বালাজি শক্তিবেল এবং প্রযোজক ছিলেন এস. শ্রীরাম।[১] মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন বিক্রম, অনিতা হাস্যনন্দনী, জয়া শীল এবং নছর। হরিষ জয়রাজ চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালক ছিলেন এবং সিনেমাটোগ্রাফার ছিলেন সেতু শ্রীরাম।[২]
চলচ্চিত্রটি ২০০০ সালে মুক্তি দেওয়ার ইচ্ছে ছিলো প্রযোজক-পরিচালকের কিন্তু সব কাজ শেষ হতে হতে ২০০২ সাল পর্যন্ত সময় লেগে যায়। চলচ্চিত্রটি ২০০২ সালের ১২ জুলাই তারিখে মুক্তি পায় এবং বক্স অফিসে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দেয়।[৩]
চলচ্চিত্রটি মূলত তিয়াগরজন ওরফে তিয়াগু নামের এক তরুণের দূর্নীতিগ্রস্ত কিছু রাজনীতিকদের শাস্তি দেওয়া নিয়ে। তিয়াগুকে কবিতা নামের একটি মেয়ে পছন্দ করতো যখন তিয়াগু আর সে দুজনেই মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলো। তিয়াগু মেয়েটাকে পাত্তা না দেওয়ায় মেয়েটা আত্মহত্যা করে যদিও তিয়াগুর জীবনে পরে দেবা নামের একটি জুনিয়র মেয়ে আসে যে একজন পুলিশের আইপিএস (ইন্ডিয়ান পুলিশ সার্ভিস) এর কর্মকর্তার সন্তান।
চলচ্চিত্রটির সঙ্গীত এবং আবহ সঙ্গীত পরিচালনা করেছিলেন হরিষ জয়রাজ।
সামুরাই | ||||
---|---|---|---|---|
কর্তৃক সঙ্গীত | ||||
মুক্তির তারিখ | ২০০২ | |||
শব্দধারণের সময় | ২০০২ | |||
ঘরানা | চলচ্চিত্র সঙ্গীত | |||
দৈর্ঘ্য | ২৬ঃ৫৯ | |||
সঙ্গীত প্রকাশনী | ফাইভ স্টার অডিও আইঙ্গারান মিউজিক এ্যান এ্যাক অডিও | |||
প্রযোজক | হরিষ জয়রাজ | |||
হরিষ জয়রাজ কালক্রম | ||||
|
সকল গানের গীতিকার বৈরামুথু।
গানের তালিকা | |||
---|---|---|---|
নং. | শিরোনাম | কণ্ঠশিল্পী | দৈর্ঘ্য |
১. | "আগায়া সুরিয়ানাই" | হরিষ রাঘবেন্দ্র, হরিনি | ৫ঃ২৫ |
২. | "এন মানাদিল" | বসুন্ধরা দাস | ৫ঃ০২ |
৩. | "আদিদাড়ি আপ্পাদা" | সুনীতা রায়, ভাদিভুক্কারাসি | ৪ঃ৩৮ |
৪. | "মুঙ্গিল কাড়ুগালে" | হরিহরণ, টিপু | ৬ঃ২০ |
৫. | "ওরু নদী" | নিত্যশ্রী মহাদেব, তুষার | ৫ঃ৩৪ |
মোট দৈর্ঘ্য: | ২৬ঃ৫৯ |