সামোসির

সামোসির
টোবা হ্রদ এর মধ্যে সামোসির দ্বীপের কৃত্রিম উপগ্রহের তোলা ছবি.
ভূগোল
অবস্থানদক্ষিণ - পূর্ব এশিয়া
স্থানাঙ্ক২°৩৫′ উত্তর ৯৮°৪৯′ পূর্ব / ২.৫৮৩° উত্তর ৯৮.৮১৭° পূর্ব / 2.583; 98.817
আয়তন৬৩০ বর্গকিলোমিটার (২৪০ বর্গমাইল)
প্রশাসন
ইন্দোনেশিয়া
জনপরিসংখ্যান
জনসংখ্যা৯৫,২৩৮[] (2010 Census)
জাতিগত গোষ্ঠীসমূহবাটাক
সামোসির দ্বীপ-লেক টোবা১৯৭৯
সমাধিসমূহ-সমোসির দ্বীপ,১৯৭৯

সামোসির, বা সামোসির দ্বীপ  ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উত্তরে অবস্থিত লেক টোবার একটি বৃহৎ আগ্নেয় দ্বীপ,প্রশাসনিকভাবে সামোসির দ্বীপ সামোসির রিজেন্সির নয়টি জেলার ছয় নিয়ে পরিচালিত হয়। লেক ও দ্বীপ প্রায় ৭৫,০০০ বছরে আগে একটি মহাঅগ্নুত্পাত অগ্ন্যুত্পাত পর গঠিত হয়[]।দ্বীপটি মূলত একটি ছোট ইস্থেমাস দ্বারা পার্শ্ববর্তী কালডেরা প্রাচীর সংযুক্ত ছিল।

৬৪০ বর্গ কি.মি (২৪৭বর্গমাইল) এই সামোসির পৃথিবীর বৃহত্তম দ্বীপগুলোর একটি, এবং বিশ্বের পঞ্চম বৃহত্তম লেক দ্বীপ[]

এটির দুইটি ছোট হ্রদ রয়েছে লেক সিদিহনি এবং লেক এইক নাটোনাং।এটির পশ্চিম অংশ সুমাত্রার মূলভুখন্ডের সাথে সংযুক্ত।

পর্যটন

[সম্পাদনা]
১৯১৬ নাগাদ সামোসিরের ভাস্কর্যশোভিত বা লিপিখাচিত পাথরের শবধার

শামোসির তার ইতিহাসের জন্য পর্যটন কেন্দ্র হিসাবে জনপ্রিয়তা পেয়েছে। পর্যটন রিসর্টগুলো টুকটুক এলাকায় কেন্দ্রীভূত। দ্বীপটি বাতাক সংস্কৃতির কেন্দ্রে এবং অনেক টোবা বাতাক ঐতিহ্যবাহী ঘর (রুমা্হ অাদাত) এখানে অবস্থিত রয়েছে। পর্যটন আবাসন গুলোর  অধিকাংশই টুকটুক ছোট শহরে কেন্দ্রীভূত,যা পারাপাত শহরে থেকে লেকের এক ঘণ্টা ফেরি যাত্রার দুরে অবস্থিত। সকাল ৮.৩০ থেকে রাত ৭.০০ পর্যন্ত প্রতি ঘণ্টায় যাত্রীবাহী ফেরি ছাড়া  হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 2010 Census
  2. Toba, Sumatra, Indonesia ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ জুন ২০০৬ তারিখে Volcanoworld
  3. Island Superlatives World Island Information