সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় | |
---|---|
জন্ম | |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০০৯-বর্তমান |
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (ইংরেজি: Sayantika Banerjee) ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন অভিনেত্রী।[১] ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র আওয়ারাতে তিনি জিৎয়ের বিপরীতে অভিনয় করে সবার নজর কেড়েছিলেন।[২]
সায়ন্তিকা তার জীবন শুরু করেন নাচ ধুম মাচা লে রিয়েলিটি শো'র মাধ্যমে। এরপরে তিনি টার্গেট, হ্যাংওভার, মনে পড়ে আজও সেই দিন এর মত বক্স অফিসে নামেমাত্র চলা চলচ্চিত্রগুলোতে অভিনয় করার পরে তার প্রথম বাণিজিকভাবে সফল চলচ্চিত্র জিৎয়ের বিপরীতে অভিনীত আওয়ারা।[১] ২০১২ সালে তিনি শ্যুটার নামের এক চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।