সারা মালাকুল লেন | |
---|---|
জন্ম | সারা অ্যান লেন[১] ১ ফেব্রুয়ারি ১৯৮৩ |
শিক্ষা | নিস্ট ইন্টারন্যাশনাল স্কুল অব থাইল্যান্ড |
পেশা | সাবেক অভিনেত্রী, মডেল |
সারা মালাকুল লেন (থাই: ซาร่า มาลากุล เลน; জন্ম ১লা ফেব্রুয়ারি ১৯৮৩) একজন থাই ও স্কটিশ বংশোদ্ভূত সাবেক সুপারমডেল এবং অভিনেত্রী। তার পেশাজীবনে তাকে বহু থাই এবং মার্কিন চলচ্চিত্রে দেখা গিয়েছে।
মালাকুল লেন গুয়ামে জন্মগ্রহণ করেছেন। তার বাবা অ্যালিস্টার লেন একজন স্কটিশ এবং মা থাপথিম মালাকুল না আয়ুধায়া একজন থাই নাগরিক।[১] মালাকুল লেন যুক্তরাজ্য ও থাইল্যান্ডে তার শৈশব অতিবাহিত করেছেন। তিনি থাইল্যান্ডের থাইল্যান্ডের নিস্ট ইন্টারন্যাশনাল স্কুলে অধ্যয়ন করেছেন। বর্তমানে তিনি সিঙ্গাপুরে বসবাস করছেন।[২]
মালাকুল লেন ১৫ বছর বয়সে টিভি সিরিজের মাধ্যমে অভিনয় শুরু করেন।[৩] যুক্তরাষ্ট্রে আসার আগে তিনি থাই ধারাবাহিক নাটকে অভিনয় করতেন।
বেলি অব দি বিস্ট (২০০৩) চলচ্চিত্রে স্টিভেন সেগালের কন্যা চরিত্রে অভিনয়ের মাধ্যমে হলিউড চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। ২০১০ সালে তিনি এরিক রবার্টসের সাথে শার্কটোপাস[৪] এবং ২০১১ সালে রবার্টস ও পিটার স্টোরমেয়ারের সাথে দ্য ওয়েশাওয়ার চলচ্চিত্রের শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন।
২০১৬ সালে কিকবক্সার: ভেঞ্জেন্স চলচ্চিত্রে একজন থাই গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছেন। ২০১৮ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্রটির সিক্যূয়াল কিকবক্সার: রিটালিয়েশন চলচ্চিত্র একই চরিত্রে অভিনয় করেন।
বছর | শিরোনাম | চরিত্র | মন্তব্য |
---|---|---|---|
২০০৩ | বেলি অব দি বিস্ট | জেসিকা হপার | |
২০০৫ | দ্য ভলকানো ডিজাস্টার | অ্যাঞ্জেলা | |
২০০৫ | ডাম্বার হিরোজ | গেইওয়ারিন | พยัคฆ์ร้ายส่ายหน้า (ফাইয়াক রাই সাই না) |
২০০৫ | ম্যাচ পয়েন্ট | নেট | เพราะรักครับผม (ফ্রো রাক খ্রাফোম) |
২০০৮ | টাইড ইন নটস | কেট | |
২০১০ | শার্কটোপাস | নিকোল স্যান্ডস | |
২০১১ | দ্য ওয়েশাওয়ার | মেইলিন | |
২০১১ | বেইবি, উই'ল বি ফাইন | নিজ ভূকিয়া | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র |
২০১২ | ১২/১২/১২ | ভেরোনিকা | |
২০১৩ | ১০০ ডিগ্রিজ বিলোও জিরো | তারিন ফস্টার | |
২০১৪ | জেইলবেইট | আনা মিক্স | |
২০১৪ | প্রিটি পারফেক্ট | জেসিকা | |
২০১৪ | পারনিশিয়াস | স্যামরন | |
২০১৫ | জুরাসিক সিটি | ম্যান্ডি | |
২০১৫ | সান চোক | সাভানা | |
২০১৫ | কাউবয়েজ ভার্সেস ডায়নোসরস্ | ড. সিনক্লেইর | |
২০১৫ | শার্ক লেইক | মেরেডিথ হার্নান্দেজ | |
২০১৫ | স্কাউটস গাইড টু দি জম্বি অ্যাপোক্যালিপ্স | বেথ ড্যানিয়েলস | |
২০১৫ | বাডি হাচিনস | এভেলিন | |
২০১৬ | উইশিং ফর আ ড্রিম | মিকা অ্যান্ড্রুজ | |
২০১৬ | বিয়ন্ড দি গেইটস | ডালিয়া | |
২০১৬ | শর্টওয়েব | জেন | |
২০১৬ | কিকবক্সার: ভেনজেন্স | লিউ | |
২০১৭ | হু'জ ওয়াচং অলিভার | সোফিয়া | |
২০১৭ | কিং আর্থা'স সোর্ড | মর্গানা | |
২০১৭ | ডেথ পুল | স্কার্লেট | |
২০১৭ | দ্য ডমিচিলি | লুসি | |
২০১৭ | হ্যালোয়িন পুসি ট্র্যাপ কিল কিল | অ্যাম্বার স্টারডাস্ট | |
২০১৮ | কিকবক্সার: রিটালিয়েশন | লিউ | |
২০১৮ | শ্যাংগ্রি-লা: নিয়ার এক্সটিংশন | প্যাক্স / ড. সাভান্তানাদ | |
২০১৮ | ডিজপজিশন | সারা হিচেনস | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র |
২০১৮ | অল অ্যাভাউট দি আফটার গ্লো | জেড | |
২০১৮ | ক্যাপচার্ড | সানি |
বছর | শিরোনাম | চরিত্র | মন্তব্য |
---|---|---|---|
২০০০ | হুয়া জাই সং পার্ক | সানি (তাওয়ানশাইন) | টিভি মিনি সিরিজ |