সারাহ হ্যান্ড্রিকসন

সারাহ হ্যান্ড্রিকসন
ব্যক্তিগত তথ্য
পুরো নামসারাহ হ্যান্ড্রিকসন
জন্ম (1994-08-01) ১ আগস্ট ১৯৯৪ (বয়স ৩০)
সল্ট লেক সিটি, ইউটা, মার্কিন যুক্তরাষ্ট্র
উচ্চতা৫ ফু ৪ ইঞ্চি (১.৬৩ মি)
পেশাগত তথ্য
ক্লাবসিটি পার্ক নরডিক স্কি ক্লাব
স্কিসfluege.de
ব্যক্তিগত সব্বোর্চ১২৬ মি. (সিটি পার্ক)
বিশ্বকাপ
মরশুম২০১১–
জয়১৩
অতিরিক্ত পোডিয়াম
মোট পোডিয়াম২২
পদকের তথ্য
Women's ski jumping
 যুক্তরাষ্ট্র-এর প্রতিনিধিত্বকারী
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
স্বর্ণ পদক - প্রথম স্থান 2013 Val di Flemme Individual NH
ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান 2010 Hinterzarten Individual NH
Updated on ২০শে মার্চ, ২০১৩.

সারাহ হ্যান্ড্রিকসন মার্কিন স্কি জাম্পার। ২০১৩ সালে আন্তর্জাতিক স্কি ফেডারেশনের (এফআইএস) ওয়ার্ল্ড স্কি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় নারীদের একক স্কি জাম্পিংয়ে চ্যাম্পিয়ন হয়েছেন সারাহ।[]

জন্ম ও শিক্ষা

[সম্পাদনা]

১৯৯৪ সালে সল্ট লেক সিটিতে জন্ম সারাহার। পার্ক সিটি উচ্চবিদ্যালয় থেকে পড়াশোনা শেষে দ্য উইন্টার স্পোর্টস স্কুল ইন পার্ক সিটিতে ভর্তি হন এবং সেই সাথে চলতে থাকে স্কি ডাইভিং প্রশিক্ষণ।[]

পুরস্কার

[সম্পাদনা]

বর্তমানে পার্ক সিটি নরডিক স্কি ক্লাবের সদস্য সারাহ ২০১১-১২ এফআইএস স্কি জাম্পিং ওয়ার্ল্ড কাপ প্রতিযোগিতায় এককভাবে ছয়টি বিভাগে জয়ী হয়েছেন। এ ছাড়া ২০১২-১৩ সালের একই প্রতিযোগিতায় এখন পর্যন্ত চারটি বিভাগে জয়ী হয়েছেন সারাহ।[]

গ্যালারি

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. স্কি চ্যাম্পিয়ন, দৈনিক প্রথম আলো। ঢাকা থেকে প্রকাশের তারিখ: আগস্ট ২১, ২০১৩ খ্রিস্টাব্দ।

বহিঃসংযোগ

[সম্পাদনা]