সারাহ হ্যান্ড্রিকসন | |||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||||||
পুরো নাম | সারাহ হ্যান্ড্রিকসন | ||||||||||||||||||||
জন্ম | সল্ট লেক সিটি, ইউটা, মার্কিন যুক্তরাষ্ট্র | ১ আগস্ট ১৯৯৪||||||||||||||||||||
উচ্চতা | ৫ ফু ৪ ইঞ্চি (১.৬৩ মি) | ||||||||||||||||||||
পেশাগত তথ্য | |||||||||||||||||||||
ক্লাব | সিটি পার্ক নরডিক স্কি ক্লাব | ||||||||||||||||||||
স্কিস | fluege.de | ||||||||||||||||||||
ব্যক্তিগত সব্বোর্চ | ১২৬ মি. (সিটি পার্ক) | ||||||||||||||||||||
বিশ্বকাপ | |||||||||||||||||||||
মরশুম | ২০১১– | ||||||||||||||||||||
জয় | ১৩ | ||||||||||||||||||||
অতিরিক্ত পোডিয়াম | ৯ | ||||||||||||||||||||
মোট পোডিয়াম | ২২ | ||||||||||||||||||||
পদকের তথ্য
| |||||||||||||||||||||
Updated on ২০শে মার্চ, ২০১৩. |
সারাহ হ্যান্ড্রিকসন মার্কিন স্কি জাম্পার। ২০১৩ সালে আন্তর্জাতিক স্কি ফেডারেশনের (এফআইএস) ওয়ার্ল্ড স্কি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় নারীদের একক স্কি জাম্পিংয়ে চ্যাম্পিয়ন হয়েছেন সারাহ।[১]
১৯৯৪ সালে সল্ট লেক সিটিতে জন্ম সারাহার। পার্ক সিটি উচ্চবিদ্যালয় থেকে পড়াশোনা শেষে দ্য উইন্টার স্পোর্টস স্কুল ইন পার্ক সিটিতে ভর্তি হন এবং সেই সাথে চলতে থাকে স্কি ডাইভিং প্রশিক্ষণ।[১]
বর্তমানে পার্ক সিটি নরডিক স্কি ক্লাবের সদস্য সারাহ ২০১১-১২ এফআইএস স্কি জাম্পিং ওয়ার্ল্ড কাপ প্রতিযোগিতায় এককভাবে ছয়টি বিভাগে জয়ী হয়েছেন। এ ছাড়া ২০১২-১৩ সালের একই প্রতিযোগিতায় এখন পর্যন্ত চারটি বিভাগে জয়ী হয়েছেন সারাহ।[১]