সারিন (Indian cabbage white) | |
---|---|
সারিন | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | Arthropoda |
শ্রেণী: | Insecta |
বর্গ: | Lepidoptera |
পরিবার: | Pieridae |
গণ: | Pieris |
প্রজাতি: | P. canidia |
দ্বিপদী নাম | |
Pieris canidia (Sparrman, 1768) |
সারিন[১] (বৈজ্ঞানিক নাম: Pieris canidia) এক প্রজাতির মাঝারি আকারের প্রজাপতি, যাদের মুল শরীর আর ডানা সাদা বর্ণের এবং তার ওপর কালো ছোপযুক্ত। এরা ‘পিয়েরিডি’ পরিবারের সদস্য।[২]
প্রসারিত অবস্থায় সারিনের ডানার আকার ৪৫-৬০ মিলিমিটার দৈর্ঘ্যের হয়।
ভারতে প্রাপ্ত সারিন এর উপপ্রজাতি হল- [৩]
সাধারণত এই জাতীয় প্রজাপতিটি ভারতে হিমালয় সন্নিহিত অঞ্চলগুলিতে প্রচুর পরিমাণে দেখা যায়। দক্ষিণ ভারত সহ ভারতীয় উপদ্বীপ অঞ্চল, নেপাল, পামির মালভূমি পর্যন্ত, এছাড়া চিন ও উত্তর ও দক্ষিণ কোরিয়াতেও এদের দেখা যায়। কাশ্মীর থেকে সিকিম, আসাম এর ১২০০০ ফুট উচ্চতা পর্যন্ত এদের দেখা মেলে।[৪]
এই প্রজাপতি মূলত: সাদা বর্ণের। ওপর পিঠ ও সামনের ডানার শীর্ষে কালো। এই কালো ছোপ পার্শ্বপ্রান্ত বরাবর নেমে এসেছে। ডানার আঁচলে একটা মাঝারি মাপের কালো ফোঁটা লক্ষ্য করা যায়। ডানার নিচের পিঠে সাদার ওপর হাল্কা ছাই এবং হলুদের আভা দেখা যায়। এদের মূল খাদ্য ফুলকপির পাতার রস। [৪]
এই শূককীট Brassicaceaeগোত্রের উদ্ভিদ অর্থাৎ ফুলকপি (Brassica oleracea),বাঁধাকপি এবং Cruciferae এদের পাতার রসালো অংশ আহার করে।
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য);