ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | সার্জেই নিকোলায়েভিচ ইগনাশেভিচ | ||
জন্ম | ১৪ জুলাই ১৯৭৯ | ||
জন্ম স্থান | মস্কো, রুশ এসএফএসআর, সোভিয়েত ইউনিয়ন | ||
উচ্চতা | ১.৮৬ মিটার (৬ ফুট ১ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | সিএসকেএ মস্কো | ||
জার্সি নম্বর | ৪ | ||
জাতীয় দল‡ | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০০–২০০১ | রাশিয়া অনূর্ধ্ব-২১ | ১১ | (০) |
২০০২– | রাশিয়া | ১২৩ | (৮) |
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ৬ জুন ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক। |
সার্জেই নিকোলায়েভিচ ইগনাশেভিচ (রুশ: Сергей Николаевич Игнашевич; জন্ম: ১৪ জুলাই ১৯৭৯) একজন পেশাদার রুশ ফুটবলার যিনি রুশ প্রিমিয়ার লিগ ক্লাব সিএসকেএ মস্কো এবং রাশিয়া জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৮ সালের ৩রা জুন, তিনি রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত রাশিয়ার ২৩ সদস্যের চূড়ান্ত দলে স্থান পান।[১]
ইগনাশেভিচ বিবাহিত এবং তার ৩ সন্তান রয়েছে।[২] তিনি বেলারুশ এবং চুভাশ বংশোদ্ভূত।
রুশ ফুটবল সম্পর্কিত জীবনী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |