সার্ভার সুন্দরম | |
---|---|
পরিচালক | কৃষ্ণন-পঞ্জু |
প্রযোজক | এ ভি মেইয়াপ্পান |
রচয়িতা | কৈলাস বলচন্দ |
চিত্রনাট্যকার | কৈলাস বলচন্দ |
কাহিনিকার | কৈলাস বলচন্দ |
শ্রেষ্ঠাংশে | নাগেশ কে. আর. বিজয়া আর. মুথুরমণ |
সুরকার | এম এস বিশ্বনাথন-টি কে রামমূর্তি |
চিত্রগ্রাহক | এস মারুতি রাও |
সম্পাদক | এস পাঞ্জাবি আর ভিট্টাল |
প্রযোজনা কোম্পানি | গুহন ফিল্মস |
পরিবেশক | এভিএম প্রোডাকশন্স |
মুক্তি | ১১ ডিসেম্বর ১৯৬৪ |
স্থিতিকাল | ১৬৫ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | তামিল |
সার্ভার সুন্দরম (তামিল: சர்வர் சுந்தரம்) হচ্ছে ১৯৬৪ সালে মুক্তিপ্রাপ্ত একটি তামিল চলচ্চিত্র।[১] কৈলাস বলচন্দের একই নামের একটি মঞ্চনাটকের কাহিনী অবলম্বনে চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন কৃষ্ণন এবং পঞ্জু এবং প্রযোজক ছিলেন এ ভি মেইয়াপ্পান। এই চলচ্চিত্রটি ছিলো হাস্যরসাত্মক-নাট্য ঘরানার এবং কিছুটা বিষাদের ছোঁয়াও ছিলো।[২] চলচ্চিত্রটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন নাগেশ, কে. আর. বিজয়া এবং আর. মুথুরমণ। একজন গরীব রেস্তোরাঁ পরিচারকের ঐ রেস্তোরাঁর কন্যার প্রতি প্রেম করার বাসনা নিয়েই এই চলচ্চিত্রের মূল কাহিনী।
চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালক ছিলেন মনয়ঙ্গত সুব্রমণিয়ন বিশ্বনাথন এবং টি. কে. রামমূর্তি আর গীতিকার ছিলেন কন্নদাসন এবং বালি। কৈলাস বলচন্দ ১৯৬৩ সালে 'সার্ভার সুন্দরম' নামেই একটি মঞ্চনাটক বানিয়েছিলেন, এই চলচ্চিত্রটি ঐ মঞ্চনাটকের কাহিনীর মতোই।[৩] চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার - তামিল এবং শ্রেষ্ঠ তামিল ভাষার চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত) জিতেছিলো।