![]() | |
ক্রীড়া | বহু-ক্রীড়াবিশিষ্ট |
---|---|
ধরন | সামরিক ক্রীড়া |
কার্যক্ষেত্র | ভারতীয় সশস্ত্র বাহিনী |
সদস্যতা | আইএমএসসি |
সংক্ষেপে | এসসিসিবি |
প্রতিষ্ঠাকাল | ১৯১৯ |
অধিভুক্ত | |
আঞ্চলিক অধিভুক্তি | ভারত |
সদর দফতর | ৯৭, জি ব্লক হাটমেন্টস সশস্ত্র বাহিনীর সদর দপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয় |
অবস্থান | নয়াদিল্লি, ভারত |
সচিব | গ্রুপ ক্যাপ্টেন দীনেশ সুরি |
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট | |
sscbindia | |
![]() |
সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড (এসএসসিবি) হল ভারতীয় সশস্ত্র বাহিনী দ্বারা পরিচালিত একটি ক্রীড়া বোর্ড। এটি ১৯১৯ সালে আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ড হিসাবে গঠিত হয়েছিল এবং পরে এর নাম পরিবর্তন করে সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড রাখা হয়েছিল। বোর্ডটি ভারতের জাতীয় গেমস, ডুরান্ড কাপ এবং একাধিক আঞ্চলিক ক্রীড়া ইভেন্টে পরিষেবা হিসাবে প্রতিনিধিত্ব করে। এটি জাতীয় গেমসে অন্যতম প্রধান পদক বিজয়ী হয়েছে।
ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের সদস্য হিসাবে, এটি ভারতীয় সশস্ত্র বাহিনীতে ক্রিকেট খেলা পরিচালনা করে এবং সার্ভিসেস ক্রিকেট দলকে পরিচালনা করে।[১] অন্যান্য অনেক ক্রীড়া বিভাগ থাকার পাশাপাশি, এটি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সহযোগী সদস্য এবং সার্ভিসেস ফুটবল দল পরিচালনা করে।
সংস্থাটি প্রথম আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ড হিসাবে ১৯১৯ সালের মার্চ মাসে যুক্তরাজ্যের এএসসিবি-এর মতোই শুরু হয়েছিল। তৎকালীন কমান্ডার-ইন-চীফ এবং সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ডের অনুমোদনে ৩ এপ্রিল ১৯৪৫ সালে তিনটি পরিষেবার ক্রীড়া সংস্থাগুলিকে একীভূত করা হয়েছিল।
ভারতীয় সশস্ত্র বাহিনীর দল সোভিয়েত ইউনিয়ন (সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড) দ্বারা নির্বাচিত হয়। এই দলগুলিকে ভারতের জাতীয় গেমস, ওয়ার্ল্ড মিলিটারি গেমস এবং অলিম্পিক সহ অন্যান্য বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টে পরিষেবা দল হিসাবে মাঠে নামানো হয় এবং প্রতিনিধিত্ব করা হয়।[২]
১৯৪৭ সালে, চিফস অফ স্টাফ কমিটি সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ডের পুনর্গঠনের অনুমোদন দিয়েছিল। তিনটি পরিষেবা তখন থেকে পরিষেবা স্পোর্টস কন্ট্রোল বোর্ড একটি মেয়াদের জন্য ঘূর্ণায়মানভাবে পরিচালনা করবে। মেয়াদে প্রতি তিন বছর অন্তর সভাপতি ও সচিব পরিবর্তন হয়। ২০২০ থেকে শুরু করে, প্রশাসনিক পরিষেবা হল ভারতীয় বিমান বাহিনী।[৩]
ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন দীনেশ সুরি সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ডের বর্তমান সচিব।[৩]
ক্রম. | পদমর্যাদা | নাম | মেয়াদ শুরু হয় | মেয়াদ শেষ |
---|---|---|---|---|
১ | লেফটেন্যান্ট কর্নেল | বিএইচজি টুচার, এমবিই | এপ্রিল ১৯৪৫ | সেপ্টেম্বর ১৯৪৫ |
২ | লেফটেন্যান্ট কর্নেল | জিএস গ্রিমস্টন | অক্টোবর ১৯৪৫ | সেপ্টেম্বর ১৯৪৬ |
৩ | লেফটেন্যান্ট কর্নেল | এইচএল রডওয়েল | অক্টোবর ১৯৪৬ | মার্চ ১৯৪৭ |
৪ | লেফটেন্যান্ট কর্নেল | এ ই ওয়ার্নিক, ওবিই | এপ্রিল ১৯৪৭ | আগস্ট ১৯৪৭ |
৫ | মেজর | এড উইলফ্রেড | জানুয়ারি ১৯৪৯ | মার্চ ১৯৫০ |
৬ | মেজর | স্বামী | এপ্রিল ১৯৫০ | জুন ১৯৫০ |
৭ | মেজর | লছমন সিং | জুলাই ১৯৫০ | জুন ১৯৫৪ |
৮ | স্কোয়াড্রন লিডার | ডিএল স্প্রিংগেট | জুন ১৯৫৪ | ফেব্রুয়ারি ১৯৫৫ |
৯ | উইং কমান্ডার | কে এল খান্না | ফেব্রুয়ারি ১৯৫৫ | নভেম্বর ১৯৫৮ |
১০ | কমান্ডার | এফ পেরেরা | নভেম্বর ১৯৫৮ | জানুয়ারী ১৯৬২ |
১১ | লেফটেন্যান্ট কর্নেল | কেসি আনন্দ | জুন ১৯৬২ | নভেম্বর ১৯৬২ |
১২ | লেফটেন্যান্ট কর্নেল | এইচ আর অধিকারী | জুলাই ১৯৬৩ | মার্চ ১৯৬৬ |
১৩ | উইং কমান্ডার | এম. মাল | এপ্রিল ১৯৬৬ | আগস্ট ১৮৬৭ |
১৪ | উইং কমান্ডার | আরএস ধীন্ডসা | এপ্রিল ১৯৬৭ | মার্চ ১৯৭০ |
১৫ | কমান্ডার | জি নন্দী সিং | এপ্রিল ১৯৭০ | মার্চ ১৯৭৪ |
১৬ | লেফটেন্যান্ট কর্নেল | ডিএন ডিভাইন জোন্স | এপ্রিল ১৯৭৪ | এপ্রিল ১৯৭৬ |
১৭ | মেজর | দর্শন সিং | এপ্রিল ১৯৭৬ | এপ্রিল ১৯৭৭ |
লেফটেন্যান্ট কর্নেল | দর্শন সিং | এপ্রিল ১৯৭৭ | এপ্রিল ১৯৭৮ | |
১৮ | উইং কমান্ডার | এস দুররানি, ভিএসএম | এপ্রিল ১৯৭৮ | মার্চ ১৯৮২ |
১৯ | কমান্ডার | টি মিশ্র, ভিএসএম | এপ্রিল ১৯৮২ | জুলাই ১৯৮৫ |
২০ | কমান্ডার | জে. সিগা | এপ্রিল ১৯৮৫ | এপ্রিল ১৯৮৬ |
২১ | লেফটেন্যান্ট কর্নেল | জিআরসি নায়ার, ভিএসএম | মে ১৯৮৬ | মার্চ ১৯৯০ |
২২ | উইং কমান্ডার | জিএস শাক্তওয়াত | এপ্রিল ১৯৯০ | অক্টোবর ১৯৯২ |
গ্রুপ ক্যাপ্টেন | জিএস শাক্তওয়াত | অক্টোবর ১৯৯২ | মার্চ ১৯৯৪ | |
২৩ | কমান্ডার | কে এস রাধাওয়া, এসসি, ওয়াইএসএম, এনএম | এপ্রিল ১৯৯৪ | মার্চ ১৯৯৮ |
২৪ | কর্নেল | জিএ সিদ্দিক | এপ্রিল ১৯৯৯ | মে ২০০০ |
২৫ | কর্নেল | অমর দাস শর্মা | মে ২০০০ | মার্চ ২০০০ |
২৬ | উইং কমান্ডার | এ কে ঝা, এ.এস.এম | এপ্রিল ২০০১ | আগস্ট ২০০৩ |
২৭ | উইং কমান্ডার | এম বালাদিত্য | ডিসেম্বর ২০০৩ | মে ২০০৫ |
২৮ | ক্যাপ্টেন | সুখদেব সিং বির্ক, এনএম | মে ২০০৫ | জানুয়ারি ২০০৬ |
২৯ | কর্নেল | ভিএস কান্ডারী, ভিএসএম | ফেব্রুয়ারি ২০০৬ | জুন ২০০৮ |
৩০ | কর্নেল | পিকে মুরলীধরন রাজা, এস.এম | জুন ২০০৮ | জানুয়ারি ২০০৯ |
৩১ | ক্যাপ্টেন | ইউকে থাপা, ভিএসএম | ফেব্রুয়ারি ২০০৯ | ফেব্রুয়ারি ২০১১ |
(২৭) | গ্রুপ ক্যাপ্টেন | এম বালাদিত্য, ভিএসএম | ফেব্রুয়ারি ২০১১ | এপ্রিল ২০১১ |
এয়ার কমোডর | এম বালাদিত্য, ভিএসএম | এপ্রিল ২০১১ | জানুয়ারী ২০১৩ | |
৩৩ | গ্রুপ ক্যাপ্টেন | আর কে রক্ষা | ফেব্রুয়ারি ২০১৩ | ফেব্রুয়ারি ২০১৪ |
৩৪ | কমোডর | পিকে গর্গ | মে ২০১৪ | এপ্রিল ২০১৭ |
(৩১) | কর্নেল | ইউকে থাপা, ভিএসএম | ফেব্রুয়ারি ২০০৯ | ফেব্রুয়ারি ২০১১ |
৩৫ | গ্রুপ ক্যাপ্টেন | এম কে মিশ্র, ভিএসএম | মে ২০২০ | ২৫ জুলাই ২০২১ |
৩৬ | গ্রুপ ক্যাপ্টেন | দীনেশ সুরি | ২৫ জুলাই ২০২১ | বর্তমান |