![]() | |
![]() | |
নামসমূহ | |
---|---|
ইউপ্যাক নাম
Sulfuric acid
| |
অন্যান্য নাম
অয়েল অব ভিট্রিয়ল
গন্ধকাম্ল গন্ধক দ্রাবক | |
শনাক্তকারী | |
ইসিএইচএ ইনফোকার্ড | ১০০.০২৮.৭৬৩ |
ইসি-নম্বর |
|
ই নম্বর | E৫১৩ (অম্লতা নিয়ন্ত্রক, ...) |
আরটিইসিএস নম্বর |
|
ইউএন নম্বর | 1830 |
কম্পটক্স ড্যাশবোর্ড (EPA)
|
|
বৈশিষ্ট্য | |
আণবিক ভর | 98.08 g/mol |
বর্ণ | স্বচ্ছ, বর্ণহীন, গন্ধহীন তরল |
গলনাঙ্ক | ১০ ডিগ্রি সেলসিয়াস (৫০ ডিগ্রি ফারেনহাইট; ২৮৩ kelvin) |
স্ফুটনাঙ্ক | ৩৩৭ ডিগ্রি সেলসিয়াস (৬৩৯ ডিগ্রি ফারেনহাইট; ৬১০ kelvin) |
অম্লতা (pKa) | −3 |
সান্দ্রতা | 26.7 cP (20 °C) |
ঝুঁকি প্রবণতা | |
ইইউ শ্রেণীবিভাগ (ডিএসডি)
|
Corrosive (C) |
আর-বাক্যাংশ | আর৩৫ |
এস-বাক্যাংশ | (এস১/২), এস২৬, এস৩০, এস৪৫ |
এনএফপিএ ৭০৪ | |
ফ্ল্যাশ পয়েন্ট | অদাহ্য |
সম্পর্কিত যৌগ | |
সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া, পদার্থসমূহের সকল তথ্য-উপাত্তসমূহ তাদের প্রমাণ অবস্থা (২৫ °সে (৭৭ °ফা), ১০০ kPa) অনুসারে দেওয়া হয়েছে। | |
তথ্যছক তথ্যসূত্র | |
সালফিউরিক অ্যাসিড একটি রাসায়নিক যৌগ; যা একটি শক্তিশালী খনিজ অ্যাসিড বা অম্ল। কাঠামোগতভাবে এই রাসায়নিক যৌগটির নাম “হাইড্রোজেন সালফেট”। এটির সংকেত H2SO4। সালফিউরিক অ্যাসিড জলে দ্রবণীয়। সালফিউরিক অ্যাসিড পূর্বে ‘অয়েল অফ ভিট্রিয়ল’ নামে অভিহিত ছিল।
2H+ + SO42- → H2SO4 এখানে হাইড্রজেন ও সালফেট এর রাসায়নিক বিক্রিয়ায় সালফিউরিক এসিড তৈরি হয়। এখানে সালফেট আয়নের চার্জ 2।
স্পর্শ চেম্বারে 400-500 C তাপমাত্রায় Pt চূর্ণ বা V2O5 প্রভাবকের উপস্থিতিতে SO2 অক্সিজেন দ্বারা জারিত হয়ে SO3 উৎপন্ন করে
SO3 এর সাথে পানি যোগ করলে H2SO4 উৎপন্ন হয়
তবে এ পদ্ধতিতে তৈরি না করে নিচের পদ্ধতিতে তৈরি করা হয়। কারণ উপর্যুক্ত পদ্ধতিতে ধোয়ার সৃষ্টি হয় যা ল্যাবরেটরির পরিবেশ দূষিত করে
H2S2O7 কে অলিয়াম বা পাইরো সালফিউরিক এসিড বলা হয়। H2S2O7 এর সাথে প্রয়োজনীয় পানি (H2O) যোগ করা হয়।
এভাবে প্রয়োজনীয় ঘনমাত্রার H2SO4 তৈরি করা হয়।
এটি ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। এটি ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ ও হাইড্রোজেন গ্যাস তৈরি করে।
H2SO4 কে জলীয় দ্রবনে বিয়োজিত করলে H2SO4(aq)=2H+(aq)+SO 4 2-(aq)
বিশ্বে কৃত্রিমভাবে প্রস্তুতকৃত রাসায়নিক যৌগসমূহের মধ্যে সালফিউরিক এসিড সবচেয়ে বেশি উৎপাদন করা হয়। ২০১৮ সালে সারা বিশ্বে প্রায় ২৬ কোটি ৬০ লক্ষ টন ওজনের সালফিউরিক এসিড উৎপাদন করা হয়।[১]