![]() ২০১৫ সালে ইতালির হয়ে সিরিগু | ||||||||||||||||||||||||||
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | সালভাতোরে সিরিগু[১] | |||||||||||||||||||||||||
জন্ম | [১] | ১২ জানুয়ারি ১৯৮৭|||||||||||||||||||||||||
জন্ম স্থান | নুওরো, ইতালি | |||||||||||||||||||||||||
উচ্চতা | ১.৯২ মিটার (৬ ফুট ৩+১⁄২ ইঞ্চি)[২] | |||||||||||||||||||||||||
মাঠে অবস্থান | গোলরক্ষক | |||||||||||||||||||||||||
ক্লাবের তথ্য | ||||||||||||||||||||||||||
বর্তমান দল | তোরিনো | |||||||||||||||||||||||||
জার্সি নম্বর | ৩৯ | |||||||||||||||||||||||||
যুব পর্যায় | ||||||||||||||||||||||||||
২০০২–২০০৫ | ভেনেৎসিয়া | |||||||||||||||||||||||||
২০০৫–২০০৭ | পালেরমো | |||||||||||||||||||||||||
জ্যেষ্ঠ পর্যায়* | ||||||||||||||||||||||||||
বছর | দল | ম্যাচ | (গোল) | |||||||||||||||||||||||
২০০৬–২০১১ | পালেরমো | ৬৯ | (০) | |||||||||||||||||||||||
২০০৭–২০০৮ | → ক্রেমোনেজে (ধার) | ১৯ | (০) | |||||||||||||||||||||||
২০০৮–২০০৯ | → আনকোনা (ধার) | ১৫ | (০) | |||||||||||||||||||||||
২০১১–২০১৭ | পারি সাঁ-জেরমাঁ | ১৪৫ | (০) | |||||||||||||||||||||||
২০১৬–২০১৭ | → সেভিয়া (ধার) | ২ | (০) | |||||||||||||||||||||||
২০১৭ | → ওসাসুনা (ধার) | ১৮ | (০) | |||||||||||||||||||||||
২০১৭– | তোরিনো | ১৪১ | (০) | |||||||||||||||||||||||
জাতীয় দল‡ | ||||||||||||||||||||||||||
২০০৫ | ইতালি অনূর্ধ্ব-১৮ | ৩ | (০) | |||||||||||||||||||||||
২০০৫ | ইতালি অনূর্ধ্ব-১৯ | ২ | (০) | |||||||||||||||||||||||
২০০৭–২০০৯ | ইতালি অনূর্ধ্ব-২১ | ৩ | (০) | |||||||||||||||||||||||
২০১০– | ইতালি | ২৭ | (০) | |||||||||||||||||||||||
অর্জন ও সম্মাননা
| ||||||||||||||||||||||||||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১০:৪৯, ১২ জুলাই ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০:৪৯, ১২ জুলাই ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
সালভাতোরে সিরিগু (ইতালীয়: Salvatore Sirigu, ইতালীয় উচ্চারণ: [salvaˈtoːre ˈsiːriɡu], সার্দিনীয় উচ্চারণ: [saɾβaˈðɔɾe ˈziɾiɣu]; জন্ম: ১২ জানুয়ারি ১৯৮৭) হলেন একজন ইতালীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালির পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর সেরিয়ে আ-এর ক্লাব তোরিনো এবং ইতালি জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।
২০০৫ সালে, সিরিগু ইতালি অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ইতালির বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৫ বছর যাবত ইতালির বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১০ সালে ইতালির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইতালির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২৭ ম্যাচে অংশগ্রহণ করেছেন। তিনি ইতালির হয়ে এপর্যন্ত ১টি ফিফা বিশ্বকাপ (২০১৪) এবং ২টি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে (২০১২, ২০১৬ এবং ২০২০) অংশগ্রহণ করেছেন, যার মধ্যে ২০২০ সালে রোবের্তো মানচিনির অধীনে শিরোপা জয়লাভ করেছেন।[৩]
ব্যক্তিগতভাবে, সিরিগু বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে টানা দুই বছর লীগ ১ বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জয় অন্যতম। দলগতভাবে, সিরিগু এপর্যন্ত ১৪টি শিরোপা জয়লাভ করেছেন, যার মধ্যে ১৩টি পারি সাঁ-জেরমাঁর হয়ে এবং ১টি ইতালির হয়ে জয়লাভ করেছেন।
সালভাতোরে সিরিগু ১৯৮৭ সালের ১২ই জানুয়ারি তারিখে ইতালির নুওরোয় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।