সালমান বিন ইব্রাহিম আল খলিফা

শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা
سلمان بن ابراهيم آل خليفة
এএফসি সভাপতি
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২ মে, ২০১৩
উপরাষ্ট্রপতিঝ্যাং জিলং
পূর্বসূরীঝ্যাং জিলং
বাহরাইন ফুটবল সংস্থার সভাপতি
কাজের মেয়াদ
২ অক্টোবর, ২০০২ – ১ মে, ২০১৩
উপরাষ্ট্রপতিশেখ আলী বিন খলিফা
পূর্বসূরীআব্দুল রহমান সায়ার
উত্তরসূরীনির্ধারিত হয়নি
ব্যক্তিগত বিবরণ
জন্মসালমান বিন ইব্রাহিম আল-খলিফা
(1969-10-21) ২১ অক্টোবর ১৯৬৯ (বয়স ৫৫)
রিফা, বাহরাইন
দাম্পত্য সঙ্গীসেইখা হোসনা (বিবাহ ১৯৯৩)
সন্তান
আত্মীয়স্বজনইব্রাহিম আল খলিফা (বাবা)
প্রাক্তন শিক্ষার্থীবাহরাইন বিশ্ববিদ্যালয়
পেশাফুটবল প্রশাসক
ধর্মইসলাম

শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা (আরবি: شیخ سلمان بن ابراهيم آل خليفة, জন্ম: ২ নভেম্বর, ১৯৬৫) বাহরাইনের রিফায় জন্মগ্রহণকারী এএফসি’র বর্তমান সভাপতি। ২ মে, ২০১৩ তারিখে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি নির্বাচনে বিজয়ের পূর্বে তিনি বাহরাইন ফুটবল সংস্থার সভাপতি ছিলেন।[] এছাড়াও তিনি এশিয়ান ফুটবল কনফেডারেশনের শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান এবং ফিফা শৃঙ্খলা কমিটির ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।[]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা বাহরাইনের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাহরাইন বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যইতিহাস বিষয়ে স্নাতক ডিগ্রী লাভ করেন। ১৯৮০-এর দশক থেকেই তিনি বাহরাইনের প্রথম বিভাগের যুব দলের সাথে সম্পৃক্ত আছেন।

শেখ সালমানের তিন সন্তান রয়েছে।

কর্মজীবন

[সম্পাদনা]

শিক্ষাজীবন সম্পন্নে লক্ষ্যে তিনি রিফা ক্লাব ত্যাগ করেন। তারপর তিনি বাহরাইন ফুটবল সংস্থার নির্বাহী পরিষদে অন্তর্ভুক্ত হন। ১৯৯৬ সালে তিনি জাতীয় দলের সভাপতি নিযুক্ত হন। দুই বৎসর পর সহ-সভাপতি এবং ২০০২ সালে ফুটবল সংস্থা’র সভাপতি হন। ফিফা বিশ্বকাপ, ফিফা বিচ প্রতিযোগিতা, ফিফা ক্লাব চ্যাম্পিয়নশীপ ইত্যাদি ফিফা’র বিভিন্ন প্রতিযোগিতায় শৃঙ্খলা কমিটির সহ-সভাপতিরও দায়িত্ব পালন করেন তিনি। এছাড়াও, ২০০৮ সালে বেইজিংয়ে ফিফা শৃঙ্খলা কমিটিতে ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1.   Posted on » Monday, May 04, 2009 (২০০৯-০৫-০৪)। "Sports News » 'I don't want to be AFC head'"। Gulf Daily News। ২০১৪-১১-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০২-১১ 
  2. Disciplinary Committee ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ জুন ২০০৯ তারিখে, FIFA.
পৌর অফিস
পূর্বসূরী
আব্দুল রহমান সায়ার
বাহরাইন ফুটবল সংস্থার সভাপতি
২০০২-২০১৩
উত্তরসূরী
শেখ আলী বিন খলিফা
ভারপ্রাপ্ত
পূর্বসূরী
ঝ্যাং জিলং
এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি
২০১৩-বর্তমান
উত্তরসূরী
শূন্য

টেমপ্লেট:AFC Presidents