ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | সালিস আব্দুল সামেদ[১] | ||
জন্ম | ২৬ মার্চ ২০০০ | ||
জন্ম স্থান | আক্রা, ঘানা | ||
উচ্চতা | ১.৭৯ মিটার[২] | ||
মাঠে অবস্থান | মিডফিল্ডার | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | লঁস | ||
জার্সি নম্বর | ২৬ | ||
যুব পর্যায় | |||
জেএমজি একাডেমি | |||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৯–২০২১ | জেএমজি একাডমি | ০ | (০) |
২০১৯–২০২১ | → ক্লেঁমন্ত (লোন) | ১২ | (০) |
২০২১–২০২২ | → ক্লেঁমন্ত | ৩১ | (১) |
২০২২– | লঁস | ১৫ | (১) |
জাতীয় দল‡ | |||
২০২২– | ঘানা | ১ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৪ নভেম্বর, ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৭ নভেম্বর, ২০২২ তারিখ অনুযায়ী সঠিক। |
সালিস আব্দুল সামেদ (জন্ম: ২৬ মার্চ, ২০০০) হলেন একজন ঘানার পেশাদার ফুটবলার। তিনি লিগ ১-এর ক্লাব লঁস এবং ঘানা জাতীয় দলের মিডফিল্ডার হিসেবে খেলেন।
২৪ জুলাই, ২০১৯-এ আব্দুল সামেদ জেএমজি একাডেমি থেকে দুই বছরের জন্য লোনে ফরাসি ক্লাব ক্লেঁমন্তে যোগ দেন। [৩] [৪] আগস্ট, ২০১৯-এ কুঁপে দে লা লিগে লঁসের কাছে ২–২ (পেনাল্টিতে ৫–৪) ব্যবধানে হারের দিনে তার অভিষেক ঘটে। ১২ জুলাই, ২০২১-এ আব্দুল সামেদ ক্লেমন্তে চার বছরের চুক্তিতে স্থায়ীভাবে যোগ দেন। [৫]
২৪ জুন, ২০২২-এ আব্দুল সামেদ ৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ৫ বছরের চুক্তিতে লঁসে যোগ দেন।