সালে'আউলা | |
---|---|
গ্রাম | |
স্থানাঙ্ক: ১৩°২৭′.৩১″ দক্ষিণ ১৭২°২০′.৫৮″ পশ্চিম / ১৩.৪৫০০৮৬১° দক্ষিণ ১৭২.৩৩৩৪৯৪৪° পশ্চিম | |
দেশ | সামোয়া |
জেলা | গাগা'ইমাউগা |
জনসংখ্যা (২০১৬) | |
• মোট | ৬০০ |
সময় অঞ্চল | Samoa Time Zone (ইউটিসি-১১) |
সালে'আউলা হল সামোয়াতে সাভাই দ্বীপের মধ্য উত্তর উপকূলে অবস্থিত একটি গ্রাম এবং এটি গাগা'ইমাউগা রাজনৈতিক জেলার ঐতিহ্যবাহী কেন্দ্র। গ্রামের ভাইতুউতু মালে প্রধান পরিষদের সভা অনুষ্ঠিত হয়। গ্রামের জনসংখ্যা ৬০০।[১]