সালেইমোয়া যোদ্ধাদের গ্রাম | |
---|---|
গ্রাম | |
স্থানাঙ্ক: ১৩°৪৭′৫৪″ দক্ষিণ ১৭১°৫২′৫৫″ পশ্চিম / ১৩.৭৯৮২৬৯° দক্ষিণ ১৭১.৮৮১৮৪৫° পশ্চিম | |
দেশ | সামোয়া |
দ্বীপ | উপোলু |
জনসংখ্যা (২০১৬) | |
• মোট | ৩,৮১৬ |
সালেইমোয়া হল সামোয়ান দ্বীপের উপলুর একটি ছোট গ্রাম। এটি দ্বীপের উত্তর-পশ্চিম উপকূলে অবস্থিত।[১][২] গ্রামটি পাঁচটি উপ-গ্রামে বিভক্ত (লেভি, আলামুতু, লোটোসোয়া, সলেপুয়া এবং নোনোয়া) [৩] :১৫এবং মোট জনসংখ্যা ৩৮১৬। [৩] :১৬এটি গাগা'ইমাউগা জেলার একটি এক্সক্লেভের মধ্যে, পাশের গ্রাম লে'আউভা'আ এর সাথে।
গ্রামটিতে একটি প্রাথমিক বিদ্যালয় আছে।[৪]