সালেম | |
---|---|
মহানগর | |
ডাকনাম: ইস্পাত নগরী[১] আমের শহর | |
তামিলনাড়ুর মানচিত্রে অবস্থান | |
স্থানাঙ্ক: ১১°৩৯′ উত্তর ৭৮°১০′ পূর্ব / ১১.৬৫° উত্তর ৭৮.১৬° পূর্ব | |
রাষ্ট্র | ভারত |
রাজ্য | তামিলনাড়ু |
জেলা | সালেম জেলা |
সরকার | |
• ধরন | মেয়র-কাউন্সিল |
• শাসক | সালেম সিটি পৌর কর্পোরেশন |
• মেয়র | খালি |
আয়তন | |
• মহানগর | ১২৪ বর্গকিমি (৪৮ বর্গমাইল) |
• মহানগর[২] | ৬৭৫.৫৯ বর্গকিমি (২৬০.৮৫ বর্গমাইল) |
এলাকার ক্রম | ৫ |
উচ্চতা | ২৮৯ মিটার (৯৪৮ ফুট) |
জনসংখ্যা (২০১১)[৩] | |
• মহানগর | ৮,২৯,২৬৭ |
• ক্রম | তামিলনাড়ুর মধ্যে ৫ম ভারতের মধ্যে ৫৯তম |
• জনঘনত্ব | ৬,৭০০/বর্গকিমি (১৭,০০০/বর্গমাইল) |
• মহানগর[৪] | ১০,৩২,৩৩৬ |
বিশেষণ | সালেথান |
ভাষা | |
• দাপ্তরিক | তামিল |
• কথ্য | তামিল |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
ডাক সূচক সংখ্যা | ৬৩৬xxx |
টেলিফোন কোড | +৯১-৪২৭ |
যানবাহন নিবন্ধন | টিএন-২৭, টিএন-৩০, টিএন-৫৪, টিএন-৯০ |
ওয়েবসাইট | www |
সালেম (তামিল: சேலம், প্রতিবর্ণী. সেলম্) হল ভারত এর তামিলনাড়ু রাজ্যের একটি শহর। শহরটি কর্পোরেশন[৫] বা পৌরসংস্থা ও বৃহত্তর শহর নিয়ে গঠিত। এটি রাজ্যের ষষ্ঠ বৃহত্তম শহর। শহরটি চেন্নাই থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিম, বেঙ্গালুরু থেকে ১৮৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ও কোয়েম্বাটুর থেকে ১৬০ কিলোমিটার উত্তর-পূরে অবস্থিত।এই শহটিতে ইস্পাত কারখানা গড়ে উঠেছে,এই কারণে শহরটিকে ইস্পত নগরী বলে ডাকা হয়।
সেলম সমুদ্র সমতল থেকে ২৭২ মিটার (৮৯২ ফু) উচুতে অবস্থিত। শহরটির স্থানাঙ্ক হল ১১.৬৮ উত্তর ও ৭৮.১৬ পূর্ব।
২০১১ সালের ভারতের আদম শুমিারি অনুয়ায়ী শহরটির জনসংখ্যা ৮,২৯,২৬৭ জন এবং বৃহত্তর সেলম এর জনসংখ্যা ৯,১৭,৪১৪ জন।শহরটির মোট জনংখ্যার ৫০.৫০ শতাংশ পুরুষ ও ৪৯.৫০ শতাংশ নারী।
সেলম শহরটি ছয়টি প্রধান সড়ক দ্বারা গঠিত। সড়ক পথের দ্বারা সেলম শহরটি ব্যাঙ্গালোর, চেন্নাই, কোয়েম্বাটুর ও কোচি শহরের সঙ্গে সংযুক্ত। সেলম রেলওয়ে স্টেলন দ্বারা শহরটিতে রেল যোগাযোগ সম্পন হয়। এই শহরটিতে একটি বিমানবন্দর রয়েছে। দুটি ফ্লাইটই সেলাম থেকে চেন্নাইতে চালিত হয়। যত তাড়াতাড়ি সম্ভব মুম্বই, কলকাতা, ব্যাঙ্গালোর, দিল্লি, হায়দরাবাদ এবং বিদেশে বিদেশের দেশের বড় বড় শহরগুলিতে পরিচালনা করার পরিকল্পনা রয়েছে।
<ref>
ট্যাগ বৈধ নয়; 2011census
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)