সাশা গ্রে | |
---|---|
জন্ম | মারিনা অ্যান হান্টজিস[১] মার্চ ১৪, ১৯৮৮ |
অন্যান্য নাম | Anna Karina, Sascha Grey, Sasha Gray |
উচ্চতা | ৫ ফুট ৬ ইঞ্চি (১.৬৮ মিটার)[২] |
প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রের সংখ্যা | ২৭১ (অভিনেত্রী) এবং ৩ (পরিচালক) (AFDB-এ প্রাপ্ত তথ্য)[৩] |
ওয়েবসাইট | সাশা গ্রে.কম |
সাশা গ্রে (মূল নাম: মারিনা অ্যান হান্টজিস;[১] জন্ম: ১৪ই মার্চ, ১৯৮৮) একজন মার্কিন অভিনেত্রী, মডেল, লেখক, সুরকার[৪][৫] এবং প্রাক্তন পর্ন অভিনেত্রী[৬]। তার পর্ণো ফিল্ম-জীবনে, তিনি বিভিন্ন বিনোদন পত্রিকা এবং টেলিভিশন প্রোগ্রামে অন্তর্ভুক্ত হন[৭]। তিনি বিভিন্ন মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপন প্রচার অভিযানেও অংশগ্রহণ করেন। সাশা ২০০৭ থেকে ২০১০ সালের মধ্যে অসংখ্য পুরস্কার ও সম্মননা অর্জন করেন যার মধ্যে ২০০৮ সালের শ্রেষ্ঠ অভিনেত্রীর এভিএন পুরস্কারও রয়েছে।