নিম্নলিখিত বিষয়ের উপর একটি ধারাবাহিকের অংশ ইসলামবাদ |
---|
নিম্নোক্ত বিষয়ের উপর একটি ধারাবাহিকের অংশ:
সালাফিবাদ |
---|
![]() |
![]() ![]() |
সাহওয়া আন্দোলন' (জাগরণ আন্দোলন) বা 'আল-সাহওয়া আল-ইসলামিয়া' (ইসলামী জাগরণ) ছিল সৌদি আরবে ১৯৬০-১৯৮০ সালে উৎপন্ন একটি আন্দোলন যা সৌদি সমাজে ওয়াহাবি নীতির উপর আরো অধিক নির্ভর করাকে সমর্থন করে। আন্দোলনের সবচেয়ে লক্ষণীয় প্রভাব ছিল নারীর অধিকার, ধর্মীয় স্বাধীনতা, এবং ব্যক্তিগত স্বাধীনতার ওপর উল্লেখযোগ্য বিধিনিষেধ।[১][২] আন্দোলনের মূল মতবাদগুলিকে ইসলামী মৌলবাদী কুতুববাদ মতবাদ দ্বারা সাজানো হয়েছিল; যেমন গণতন্ত্রের ধর্মতাত্ত্বিক নিন্দা এবং এই বিশ্বাস যে, মুসলিম বিশ্বের সমসাময়িক সরকারসমূহ ধর্মত্যাগী হয়ে গিয়েছে।[৩]