সাহারানপুর सहारनपुर | |
---|---|
শহর | |
স্থানাঙ্ক: ২৯°৪১′৩১″ উত্তর ৭৭°৪০′৩৭″ পূর্ব / ২৯.৬৯২° উত্তর ৭৭.৬৭৭° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | উত্তর প্রদেশ |
জেলা | সাহারানপুর জেলা |
প্রতিষ্ঠাতা | শাহ রণবীর সিং |
সরকার | |
• শাসক | Nagar Palika parishad Saharanpur |
উচ্চতা | ২৫৬ মিটার (৮৪০ ফুট) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৯৭,০৩৭ |
ভাষা | |
• সরকারি | হিন্দি[১] |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
এলাকা কোড | ০১৩৩৬ |
যানবাহন নিবন্ধন | ইউপি-১১ |
সাহারানপুর ভারতের উত্তর প্রদেশ রাজ্যের সাহারানপুর জেলার একটি শহর ও পৌরসভা। দিল্লি থেকে প্রায় ১৯০ কিমি দূরে অবস্থিত।
সাহারানপুর জংশন উত্তরপ্রদেশের পশ্চিমভাগের অন্যতম প্রধান স্টেশন। ৬টি প্লাটফর্ম রয়েছে। এটি উত্তর রেল-এর আম্বালা ডিভিশনের অন্তর্গত। পশ্চিমভাগে আম্বালা জংশন ও পূর্বে রুড়কী ও দক্ষিণে মুজাফ্ফরনগর এর সাথে রেলপথে যুক্ত।
শহরের নিকটে ভারতীয় বিমানবাহিনী-র পশ্চিম কমান্ডের ২ টি হেলিকপ্টার ইউনিট (১১৭ ও ১৫২) সরস্ব বায়ুসেনা ঘাঁটি তে অবস্থিত। তবে কিছু ক্ষেত্রে এই ঘাঁটি বেসামরিক পরিষেবায় ব্যবহৃত হয়।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |