সিকিম কংগ্রেস (বিপ্লবী)

সিকিম কংগ্রেস (বিপ্লবী) ছিল ১৯৭৯-১৯৮১ সালে ভারতের সিকিম রাজ্যের রাজনৈতিক দল । দলের সভাপতি ছিলেন রাম চন্দ্র পৌডিয়াল।[][] ১৯৭৯ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে, এসসিআর(আর) এগারোটি আসন (৩২টির মধ্যে) জিতেছে এবং বিধানসভার বৃহত্তম দল হয়ে উঠেছে। মোট, দলটি ১৪,৮৮৯ ভোট পেয়েছে (রাজ্যের ভোটের ২০.৫৮%)। পার্টির শক্তি অবশ্য কমে গিয়েছিল যখন বেশ কিছু বিধানসভা সদস্য সিকিম প্রজাতন্ত্র কংগ্রেসে চলে যায়।

১৯৮০ সালের লোকসভা নির্বাচনে, এসসি(আর) প্রার্থী ১১,৬৩২ ভোট (সিকিমে ভোটের ২২.৫৯%) জিতেছিলেন।

নির্বাচনী রেকর্ড

[সম্পাদনা]
বছর মোট আসন আসন প্রতিদ্বন্দ্বিতা আসন জিতেছে বাজেয়াপ্ত আমানত % ভোট প্রতিদ্বন্দ্বিতা উৎস
১৯৭৯ ৩২ ২৭ ১১ ১১ ২৩.৩৮ []
বছর মোট আসন আসন প্রতিদ্বন্দ্বিতা আসন জিতেছে বাজেয়াপ্ত আমানত % ভোট প্রতিদ্বন্দ্বিতা উৎস
১৯৮০ ২২.৫৯ []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Jigme N. Kazi (২০ অক্টোবর ২০২০)। Sons of Sikkim: The Rise and Fall of the Namgyal Dynasty of Sikkim। Notion Press। পৃষ্ঠা 340। আইএসবিএন 978-1-64805-981-0 
  2. Syed Amanur Rahman; Balraj Verma (২০০৬)। The Beautiful India - Sikkim। Reference Press। পৃষ্ঠা 347। আইএসবিএন 978-81-8405-019-6 
  3. "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1979 TO THE LEGISLATIVE ASSEMBLY OF SIKKIM"। ECI। ১৯৭৯। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১৯ 
  4. "Statistical Report on General Elections, 1980 to the Seventh Lok Sabha" (পিডিএফ)। Election Commission of India। পৃষ্ঠা 204। ১৮ জুলাই ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৪