সিঙ্গালীলা জাতীয় উদ্যান Singalila National Park | |
---|---|
আইইউসিএন বিষয়শ্রেণী II (জাতীয় উদ্যান) | |
অবস্থান | Darjeeling, West Bengal, India |
নিকটবর্তী শহর | Manebhanjang |
স্থানাঙ্ক | ২৭°০৭′ উত্তর ৮৮°০৪′ পূর্ব / ২৭.১১৭° উত্তর ৮৮.০৬৭° পূর্ব |
আয়তন | 78.6 |
স্থাপিত | 1986 |
কর্তৃপক্ষ | Government of India, Government of West Bengal |
সিঙ্গালীলা জাতীয় উদ্যান (ইংরেজি: Singalila National Park) হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত একটি জাতীয় উদ্যান। পূর্ব হিমালয়ের পাদদেশে নেপাল পশ্চিমবঙ্গ ও সিকিমের সীমান্তে এই জাতীয় উদ্যানের অবস্থিতি।[১]
এই জাতীয় উদ্যানে ওক, হেমলক, রূপালি দেবদারু, রূপালি ফার জাতীয় গাছ, বার্চ প্রভৃতি বৃক্ষ দেখা যায়। প্রাণীর ভেতরে দেখা যায় red panda সোনালী বিড়াল, বনবিড়াল ও কালো ভাল্লুক[১]