নীতিবাক্য | Towards a Global Knowledge Enterprise |
---|---|
ধরন | সায়ত্ত্বশাসিত |
স্থাপিত | ১৯০৫ |
বৃত্তিদান | S$1.৪৪৭ বিলিয়ন[১] |
আচার্য | প্রেসিডেন্ট সেলাপান রামানাথান |
সভাপতি | প্রফেসর টান চর চুয়ান |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ১,৯৪৪ (শিক্ষাবর্ষ ২০০৭-০৮) |
প্রশাসনিক ব্যক্তিবর্গ | ৫,০৮৬(শিক্ষাবর্ষ ২০০৭-০৮) |
স্নাতক | ২৪,০৯২ (শিক্ষাবর্ষ ২০০৭-০৮) |
স্নাতকোত্তর | ৭,১৭৩ (শিক্ষাবর্ষ ২০০৭-০৮) |
অবস্থান | কেন্ট রিজ , ১°১৭′৪৪″ উত্তর ১০৩°৪৬′৩৬″ পূর্ব / ১.২৯৫৫৬° উত্তর ১০৩.৭৭৬৬৭° পূর্ব |
পোশাকের রঙ | কমলা, নীল এবং সাদা |
ওয়েবসাইট | http://www.nus.edu |
![]() |
সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয় (সংক্ষেপে: NUS; মালয় ভাষায়: Universiti Kebangsaan Singapura; চীনা ভাষায়: 新加坡国立大学; তামিল ভাষায়: சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்) সিঙ্গাপুরের প্রাচীনতম এবং সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়। এটি ১৯০৫ সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টির মূল ক্যাম্পাস দক্ষিণ-পশ্চিম সিঙ্গাপুরের কেন্ট রিজ এলাকায় অবস্থিত। প্রায় ১.৫ বর্গ কিলোমিটার (০.৬ বর্গ মাইল) এলাকা জুড়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অবস্থিত। বিশ্ববিদ্যালয়টির আইন অনুষদ বুকিত টিমা ক্যাম্পাসে এবং স্নাতক পর্যায়ে চিকিৎসা বিজ্ঞান অনুষদ আউট্রাম ক্যাম্পাসে অবস্থিত।
সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয় এশিয়া মহাদেশের চতুর্থ সেরা বিশ্ববিদ্যালয়, টাইমস্ হায়ার এডুকেশন র্যাঙ্কিং অনুসারে বিশ্বের ৩০তম সেরা বিশ্ববিদ্যালয়।[২] ২০০৯ সালের ফাইনানশিয়াল টাইমস্ বিসনেস স্কুল র্যাঙ্কিং অনুযায়ী সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পূর্ণ সময়ের এম.বি.এ এবং ই.এম.বি.এ ডিগ্রী এর অবস্থান বিশ্বব্যাপী যথাক্রমে ৩৫তম ও ১১তম।[৩][৩]