সিঙ্গাপুর প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী | |
---|---|
সম্বোধনরীতি | মাননীয় |
বাসভবন | শ্রী তেমাসেক |
নিয়োগকর্তা | রাষ্ট্রপতি |
মেয়াদকাল | পাঁচ বছর অথবা পূর্বে, নবায়নযোগ্য। সিঙ্গাপুরের সংসদকে পাঁচ বছর বা তার আগে ভেঙ্গে দিতে হবে (প্রধানমন্ত্রী দ্বারা)। সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী রাজনৈতিক দল থেকে প্রধানমন্ত্রী হবে। |
সর্বপ্রথম | লি কুয়ান ইউ |
গঠন | ৩ জুন ১৯৫৯ |
বেতন | সিঙ্গাপুর ডলার ২০ লাখ |
ওয়েবসাইট | www |
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী পদটি হচ্ছে সিঙ্গাপুর প্রজাতন্ত্রের সরকারপ্রধান। সিঙ্গাপুরের রাষ্ট্রপতি যদিও তার কোনো ক্ষমতা নেই কিন্তু তিনিই প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জাতির পিতা লি কুয়ান ইউ।[১][২] সিঙ্গাপুরে 'পিপলস এ্যাকশন পার্টি' ছাড়া আর কোনো দল আজ পর্যন্ত ক্ষমতায় আসেনি এবং সিঙ্গাপুরে আজ অবধি মাত্র চারজন প্রধানমন্ত্রী হয়েছেন।[৩]